শিরোনাম
◈ চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের নিথর দেহ উদ্ধার, হৃদ্‌রোগে মৃত্যুর আশঙ্কা ◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি ◈ আয়কর, ভ্যাট, শুল্ক আদায়ে ব্যর্থতা ও ব্যাংক খাতের স্থবিরতা নিয়ে টিআইবির উদ্বেগ ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের একই আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন ◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ

স্পোর্টস ডেস্ক : আসন্ন এ‌শিয়া কাপ কেন্দ্র ক‌রে প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। -- ‌ক্রিক‌ফ্রেঞ্জি

এর আগে সিলেটে প্রস্তুতি ক্যাম্পও করবে লিটন দাসের দল। যদিও ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এই ক্যাম্পকে সামনে রেখে ১১ আগষ্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা রাখবেন বলে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

নাজমুল আবেদিন গণমাধ্যমকে বলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩. তারিখ...এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। কোচরা আসা শুরু করার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।

এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব উইকেটই রান বান্ধব। তবে আবুধাবির উইকেটে একটু বেশিই সুবিধা পান ব্যাটাররা। সেই কন্ডিশনের সঙ্গে মিল রেখে সিলেটের উইকেটে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ফাহিম মনে করেন সিলেটের উইকেটে খেলেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতি হবে।

তিনি বলেন, 'আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। 

টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করব সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা করতে পারি।

গেল কিছুদিন ধরেই আলোচনায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উইকেট। এমন উইকেটে খেলে এশিয়া কাপ বা বিশ্বকাপের প্রস্তুতি হবে না বলে কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। এরপর লিটন দাসও এমন উইকেটে এশিয়া কাপের আদর্শ প্রস্তুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এরপরই নড়েচড়ে বসেছে বিসিবি। মিরপুরের উইকেট আমুল বদলে ফেলার পরিকল্পনা করছেন তারা। ফাহিম জানিয়েছেন সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট চান তারা। ২০০ রানের উইকেট বানানো সম্ভব হলে সেটাই প্রত্যাশা তাদের।

নাজমুল আবেদিন এই বিষয়ে খোলাসা করে বলেছেন, 'হ্যাঁ, অবশ্যই। যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই, এমন উইকেট না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়