শিরোনাম
◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি ◈ আয়কর, ভ্যাট, শুল্ক আদায়ে ব্যর্থতা ও ব্যাংক খাতের স্থবিরতা নিয়ে টিআইবির উদ্বেগ ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের একই আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন ◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ফরম্যাটে ফিরতে চান সৌম্য সরকার, লাল বল নি‌য়ে সারাক্ষণ অনুশীলনে ব্যস্ত 

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ার মাত্র ১৬ ম‌্যা‌চের। এর ম‌ধ্যেই ১ সেঞ্চুরির সাথে আছে ৪ ফিফটি। সর্বোচ রানের ইনিংসটা ১৪৯। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারের টেস্ট পরিসংখ্যান।

২০২১ সালে খেলেছেন সর্বশেষ টেস্ট ম্যাচ। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেই জাতীয় দলকে বেশি প্রতিনিধিত্ব করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। -- ডেই‌লি ক্রিকেট

তবে বিরতিটা লম্বা হলেও সাদা পোশাকে আবারও মাথে নামতে চান বাংলাদেশের হয়ে। তাইতো মিরপুরে চেষ্টা করছেন লাল বলের অনুশীলনে। সঙ্গী হিসেবে পাচ্ছেন কোচ সোহেল ইসলামকে।

রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের সাথে আলাপে সোহেল জানালেন সৌম্যের সাথে কাজ করা নিয়ে বিস্তারিত।

তিনি বলেন, 'আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন করছিলাম। সে ফিরে আসার পর, আমরা ইতোমধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছি।

একজন খেলোয়াড় হিসেবে কেউই একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে

ক্রিকেটাররা সব ফরম্যাটে খেলতে চাইলেও বাস্তবিক কারণে অনেক সময় সেটা হয় না। ভিন্ন ভিন্ন ফরম্যাটে মানসিকতা, খেলার ধরণ সবই যে আলাদা। আর তাইতো কোচ হিসেবে সব পরিস্থি সামলে ওঠার প্রশিক্ষণই খেলোয়াড়দের দেন সোহেল ইসলামরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'সবাই সব ফরম্যাটে খেলতে চায়। আপনারা জানেন, লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে খেলার ধরনের অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়।'

'এই কারণেই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিই, যাতে তারা জানে যে লাল বলে খেলার সময় তাদের মানসিক কৌশল কেমন হবে, তারা কীভাবে খেলবে এবং তাদের টেকনিকগুলো কীভাবে কার্যকর করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়