শিরোনাম
◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি ◈ আয়কর, ভ্যাট, শুল্ক আদায়ে ব্যর্থতা ও ব্যাংক খাতের স্থবিরতা নিয়ে টিআইবির উদ্বেগ ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের একই আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন ◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওভাল টেস্ট, ইংল্যান্ডের বিরু‌দ্ধে ৫২ রানের লিড ভারতের

স্পোর্টস ডেস্ক : গাস অ্যাটকিনসনের পেস তোপে দিনের প্রথম আধা ঘণ্টাতেই শেষকটি উইকেট হারিয়ে গুটিয়ে গিয়েছিল ভারত। ব্যাট হাতে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের তাণ্ডবে শুরুটাও দুর্দান্ত পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর আগুন ঝরানো বোলিংয়ে বড় লিড পায়নি তারা। এরপর যশস্বী জয়সোয়ালের ঝড়ো ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৫২ রানে এগিয়ে আছে ভারত। অলআউট স্পোর্টস

শুক্রবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে পেসারদের নৈপুণ্যে পতন হয়েছে ১৫ উইকেটের। দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। এর আগে দিনের শুরুতে প্রথম ইনিংসে তারা অলআউট হয় ২২৪ রানে। জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ২৪৭ রানে।

৬ উইকেটে ২০৪ নিয়ে দিনের খেলা শুরু করা ভারতের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩৪ বল। ৬ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় তারা, যার শুরুটা হয় দিনের তৃতীয় ওভারে। প্রায় নয় বছর পর ফিফটি হাঁকানো করুণ নায়ারকে (৫৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে সপ্তম উইকেটের ৬৫ রানের জুটি ভাঙেন জশ টাং। এরপরের গল্পটা শুধুই অ্যাটকিনসনের। শেষ তিন উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডানহাতি এই পেসার ইনিংসে ৫ উইকেট শিকার করে গুটিয়ে দেন ভারতের ইনিংস। ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

জবাবে ব্যাট হাতে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেওয়া ক্রলি ও ডাকেট ৭ ওভারেই দলের খাতায় যোগ করেন পঞ্চাশ রান। ৪৩ রান করা ডাকেটকে ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙেন আকাশ দীপ। সঙ্গীর বিদায়ের পর ফিফটি পূর্ণ করেন ক্রলি। দলের খাতায় শতরান যোগ হয় ১৪ ওভার ৪ বলে।

তবে ৬৪ রান করা ক্রলিকে সাজঘরে ফিরিয়ে ইংলিশ ইনিংসে ধসের শুরু করেন কৃষ্ণ। ডানহাতি এই পেসারের সঙ্গে যোগ দেন সিরাজও। এই দুই পেসার নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ভারতকে লিড এনে দেওয়ার সম্ভাবনাও জাগান। কিন্তু হ্যারি ব্রুকের ফিফটিতে শেষ পর্যন্ত তা আর হয়নি। ৫৩ রান করা ব্রুক ফিরলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। কাঁধের চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি ক্রিস ওকস।

৪টি করে উইকেট নেন সিরাজ ও কৃষ্ণ।

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারতকে আগ্রাসী শুরু এনে দেন জয়সোয়াল, তবে এক্ষেত্রে অবদান আছে ফিল্ডারেরও। পঞ্চম ওভারে দ্বিতীয় স্লিপে বাঁহাতি এই ব্যাটারের ক্যাচ ছাড়েন ব্রুক। দশম ওভারে লোকেশ রাহুলকে (৭) তুলে নিয়ে ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন টাং।

এর খানিকবাদে আরেকটি জীবন পান জয়সোয়াল। ডিপ ফাইন লেগে ৪১ রানে থাকা এই ব্যাটারের ক্যাচ ছাড়েন লিয়াম ডওসন। পরের ওভারে তৃতীয় স্লিপে জীবন পান সাই সুদর্শনও। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাঁহাতি এই ব্যাটার। দিনের শেষ ওভারে অ্যাটকিনসের শিকার হয়ে ফেরেন তিনি। ৫১ রান নিয়ে জয়সোয়াল ও ৪ রান নিয়ে নাইটওয়াচম্যান আকাশ তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়