শিরোনাম
◈ চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার বাসিন্দাকে ◈ আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই’র অপব্যবহার: সিইসি (ভিডিও) ◈ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাসুমা নামে মাইলস্টোনের অফিস সহকারীর মৃত্যু, নিহত বেড়ে ৩৫ ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে উত্তাল কুয়ালালামপুর! ◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব টেস্ট চ‌্যা‌ম্পিয়নশী‌পে ওভার রেট নিয়মে পরিবর্তন চান বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যান্ড‌কে মন্থর ওভার রেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বেশ ভুগতে হয়েছিল। এবারের চক্রেও মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেছে তাদের। এবার ওভার রেট নিয়ে বিদ্যমান নিয়মে অঞ্চলভেদে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন বেন স্টোকস। 

ইংলিশ অধিনায়কের মতে, পেস-নির্ভর কন্ডিশনের সঙ্গে স্পিন-নির্ভর কন্ডিশনের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়।

গত সপ্তাহে লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা যায় ইংল্যান্ডের। এছাড়াও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় পুরো দলের। শাস্তি মেনে নেওয়ার পর এবার নিয়ম পাল্টানোর দাবি তুলেছেন স্টোকস।

মঙ্গলবার সাংবাদিকদের ইংলিশ অধিনায়ক বলেন, “এশিয়ায় যেখানে ৭০ শতাংশ ওভার স্পিনাররা করে, সেখানে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৭০-৮০ শতাংশ ওভার পেসাররা করে। সে হিসেবে দুই জায়গায় একই নিয়ম হতে পারে না। পেসারদের চেয়ে স্পিনারদের ওভার দ্রুত শেষ হয়। একটু কমন সেন্স থাকলে এটা বোঝা যায় যে, মহাদেশভেদে ওভার রেটের সময় নির্ধারণ করা যেতে পারে।

গত বছরও ওভার রেট নিয়ে নিজের অসন্তোষ জানিয়েছিলেন স্টোকস। তখনও আইসিসিকে এ নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে চক্রে মন্থর ওভার রেটের কারণে মোট ২২ পয়েন্ট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা হারায় ইংল্যান্ড।

ওভার রেট নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। কিন্তু তার মানে এই না যে, আমি ইচ্ছা করে সময় নষ্ট করি। এটা নিয়ে হতাশার কারণটা আমি বুঝি। কিন্তু আমি সত্যিই মনে করি, নতুন করে খতিয়ে দেখা উচিত কীভাবে এটি কাজ করে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়