শিরোনাম
◈ আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের ◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

র‌মিজ রাজা ও আ‌মির সো‌হেল ধারাভাষ‌্য দে‌বেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে

স্পোর্টস ডেস্ক : পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার পর থেকেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন পা‌কিস্তা‌নের রমিজ রাজা। মাঝে অবশ্য ক্রিকেট প্রশাসকের দায়িত্বেও ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ হারানোর পর আবারও ধারাভাষ্যে ফেরেন তিনি। ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এসেছিলেন ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে।

এক বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। ২০ জুলাই থেকে মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন রমিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ না করলেও বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে ক্রিকফ্রেঞ্জি। ৬ সদস্যের ধারাভাষ্য প্যানেলেই তিনিই সবচেয়ে বড় তারকা।

রমিজের পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেলও থাকবেন পুরো সিরিজের ধারাভাষ্যে। প্যানেলের বাকি চারজনই বাংলাদেশের। ক্রিকেট ছেড়ে দেয়ার পর লম্বা সময় ধরেই জনপ্রিয়তার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন আতহার আলী। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সাবেক ব্যাটারের।

এ ছাড়া শামীম আশরাফ চৌধুরি, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমিও আছেন ধারাভাষ্য প্যানেলে। সাম্প্রতিক সময়ে নতুন ধারাভাষ্য তৈরিতে কাজ করছে বিসিবি। 

দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিতই সুযোগ দেয়া হচ্ছে নতুনদের। তাদের সবার মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সমন্বয় ও মাজহার। তাদের দুজনেরই ইতোমধ্যে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়