শিরোনাম
◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ◈ বিমান বিধ্বস্তের লোমহর্ষক বর্ণনা দিলেন শিক্ষার্থী (ভিডিও) ◈ বুধবার ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ভার‌তের ঘু‌রে দাঁড়া‌নোর টেস্ট, কেমন হবে ম্যাঞ্চেস্টারের পিচ?

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ

স্পোর্টস ডেস্ক :  চতুর্থ টেস্টে খেলবেন জশপ্রীত বুমরাহ? বর্তমানে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বার্মিংহ্যামে প্রথম টেস্ট হারের পর এজবাস্টনে খেলানো হয়নি তারকা পেসারকে। আবার লর্ডসে খেলানো হয়। তৃতীয় টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে হারলেই সিরিজ হার। এই অবস্থায় চতুর্থ টেস্টে কি খেলতে দেখা যাবে বুমরাহকে?

এই বিরতি দিয়ে খেলানো পছন্দ নয় ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকারের। তিনি বলেছেন ফিট না থাকলে খেলার প্রয়োজনই নেই।

ভারত ১-২-এ সিরিজে পিছিয়ে পড়ায় চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিসিসিআই জানিয়ে দেয়, পাঁচের মধ্যে তিনটে টেস্ট খেলবেন তারকা পেসার। সাংবাদিক সম্মেলনে সেটা সরাসরি জানিয়ে দেন গম্ভীর।

অনেকেই মনে করেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চতুর্থ টেস্টে খেলা উচিত বুমরাহর। পরের টেস্টের আগে আট দিনের বিরতি‌ রয়েছে। যা রিকভারির জন্য যথেষ্ট। একইসঙ্গে জানান, ভারত ওল্ড ট্র্যাফোর্ডে হেরে গেলে শেষ টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। 

লর্ড অফ দ্য লর্ডস বলে খ্যাত দিলীপ ভেঙ্গসরকার বলেন, ''বোলারদের বেছে বেছে টেস্ট ম্যাচ খেলার পক্ষে আমি নই। ফিট থাকলে এবং খেলার জন্য প্রস্তুত থাকলে দেশের জন্য সব ম্যাচ খেলা উচিত। বুমরাহ বিশ্বমানের বোলার এবং ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। সফরে দলের সঙ্গে গেলে প্রতিটি ম্যাচ খেলতে হবে। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ম্যাচ বেছে নেওয়ার প্রশ্নই আসে না।

অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন বুমরাহ। শেষ টেস্টে তিনি পিঠে চোট পান। সেই চোট সারিয়ে ফিরে এসেছেন চ্যাম্পিয়ন বোলার। তাঁকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভেঙ্গসরকার বলছেন, ''গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের জন্য খেলা। ফিট না থাকলে খেলার দরকার নেই। প্রথম টেস্টের পর ৭-৮ দিনের বিশ্রাম পেয়েছে, কিন্তু তাও তাকে দ্বিতীয় টেস্টে রাখা হয়নি। এটা মানা যায় না।'' বুমরাহকে চিন্তিত দেশের প্রাক্তন ক্রিকেটাররাও।

এদিকে দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত বলেছেন, ''জশপ্রীত বুমরাহর অবশ্যই চতুর্থ টেস্টে খেলা উচিত। আমি শুনেছিলাম, ওকে প্রথম, তৃতীয় এবং পঞ্চম টেস্টে খেলানো হতে পারে। কিন্তু ভারত যখন পিছিয়ে পড়েছে, চতুর্থ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের সেরা বোলারকে অবশ্যই খেলানো উচিত। দুই টেস্টের মধ্যে আট দিনের বিরতি‌ আছে। চতুর্থ টেস্টে হেরে গেলে আর পঞ্চম টেস্টের কোনও গুরুত্ব থাকবে না। বর্তমানে আসন্ন টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়