শিরোনাম
◈ পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ এ' দল ◈ গাজায় ক্ষুধা একটি অস্ত্র: ইসরাইল কীভাবে খাদ্যকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে ◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টার মায়া‌মি ৪-১ গো‌লে ম‌ন্ট্রিয়াল‌কে হারা‌লো, মে‌সির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেই আলো ছড়ালো ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোলে মন্ট্রিয়ালের বিপক্ষে বড় জয় তুলে নিলো তারা।

রোববার (৬ জুলাই) এমএলএসের ম্যাচে মন্ট্রিয়ালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।

বাজে এক হারে ক্লাব বিশ্বকাপ পর্ব শেষ হয়েছে মায়ামির। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্রের ক্লাবটি। অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্সলিগ জয়ী দলের বিপক্ষে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশাও করা যেত না। তবে কিছুটা আক্ষেপে পুড়িয়েছিলেন আর্জেন্টাইন তারকা। সাবেক ক্লাবের বিপক্ষে কোনো আলোই ছড়াতে পারেননি তিনি। সে আক্ষেপ তিনি অবশ্য ঘোচালেন এমএলএসে ফিরে। যেখানে দলের চার গোলের মধ্যে তিন গোলেই অবদান তার।

সাপুতো স্টেডিয়ামে ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে এদিন ১৫টি শট নেয় মায়ামি। যার ১০টিই ছিল গোলমুখে। বিপরীতে মন্ট্রিয়ালের নেয়া ১৩ শটের ৮টি ছিল গোলমুখে। এদিন বড় জয় পেলেও শুরুতে গোল হজম করে মায়ামি। সেটাও আবার মেসির ভুলে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সতীর্থদের কাছে ব্যাকপাস পাস দেন মেসি। কিন্তু নিজেদের ডি-বক্সের বাইরে মেসির বাড়ানো বল পেয়ে যান প্রতিপক্ষেরই স্ট্রাইকার প্রিন্স ওইউসু। এরপর যা হওয়ার কথা, তা-ই হলো। ওয়ান অন ওয়ান পজিশনে বক্সে ঢুকে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করে গোল আদায় করে নেন ওইউসু।

দলকে বিপদে ফেলার পর উদ্ধারেও উদগ্রীব হয়ে উঠেন মেসি। তবে একের পর এক চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না। অবশেষে ৩৩তম মিনিটে তার বাড়ানো পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক কোণাকোণির শটে জালে জড়ান তাদেও আলেন্দে। এর সাত মিনিট পর দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে গোল আদায় করে নেন আর্জেন্টাইন তারকা।
 
৬০তম মিনিটে আলেন্দের পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান তেলাস্কো সেগোভিয়া। এক মিনিট পর ফের মেসির ঝলক। বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের এ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়