শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অলিম্পিক ডে রানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। -- বাংলা‌ভিশন

মঙ্গলবার (২৪ জুন) ভোরে রাজধানীর শিশু একাডেমী প্রাঙ্গনে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন তিনি। শিশু একাডেমী থেকে শুরু হয়ে আব্দুল গনি রোড, জিপিও হয়ে ঢাকা স্টেডিয়ামে গিয়ে এটি শেষ হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রায় বিভিন্ন ফেডারেশনের ব্যানারে ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। 

ঢাকা স্টেডিয়ামে শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশের হয়ে বিভিন্ন সময় অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। ক্রীড়াবিদসহ জনসাধারনকে শরীরচর্চা এবং ক্রীড়াবিষয়ক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এবারের অলিম্পিক ডে রানের মুলপ্রতিপাদ্য হচ্ছে ‘লেটস মুভ’।

সেনাপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি। এই আয়োজন সেই বার্তাই বহন করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম আয়োজন করবে। তিনি বলেন, ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।
তিনি মাঠ সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, ঢাকায় খেলার মাঠের সংখ্যা কমে গেছে। খেলাধুলার জায়গা নেই। এজন্যই এ ধরনের কর্মসূচি চালু রাখা গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়