শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে খেল‌তে বাংলা‌দেশ দ‌লে যোগ দি‌চ্ছেন মুস্তা‌ফিজ, তাস‌কিন ও শ‌রিফুল

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ  দলের পেস বোলিং আক্রমণে আশার আলো জ্বলছে। ইনজুরি কাটিয়ে একসঙ্গে মাঠে ফিরছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে তারা এখন চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন।

বিসিবির এক কর্মকর্তা শনিবার (২১ জুন) ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই তিন পেসার চট্টগ্রামে অনুশীলনে ফুল স্পিডে বল করেছেন। যদিও এখনো শ্রীলঙ্কা সফরের জন্য তাদের চূড়ান্ত ছাড়পত্র দেয়া হয়নি, তবে দুটি ইনট্রা-স্কোয়াড ম্যাচ শেষে তাদের ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিসিবির মেডিকেল বিভাগের এক সদস্য ক্রিকবাজকে বলেন, হ্যাঁ, তারা ফুল পেসে বল করেছে, তবে আমাদের বুঝতে হবে তারা সবাই ইনজুরি থেকে ফিরছে। তাই ম্যাচ খেলার ফিটনেস পর্যবেক্ষণ করাও জরুরি। দুটি প্রস্তুতি ম্যাচের পরই আমরা নিশ্চিত করতে পারব তারা শ্রীলঙ্কা সফরে খেলতে পারবেন কি না। তবে এখন পর্যন্ত তাদের কারো কোনো অভিযোগ নেই।

মুস্তাফিজুর রহমান আঙুলে চোট পেয়ে ছিটকে পড়েন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও আইপিএলের পরের অংশ থেকে। অন্যদিকে তাসকিন আহমেদ গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন।

পেসার শরিফুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডান পায়ের মাংসপেশিতে চোট পান। এমআরআই রিপোর্টে ধরা পড়ে তার রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ টান রয়েছে।

বাংলাদেশ দল বর্তমানে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন করছে। ২৩ ও ২৫ জুন দুটি ইনট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড বাছাই হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু হবে। যার প্রথমটি হবে ২ জুলাই। এরপর বাকি দুটি যথাক্রমে ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। প্রথম দুটি হবে কলম্বোতে, আর শেষটি পাল্লেকেলেতে।

টাইগারদের শ্রীলঙ্কা সফর শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। যার প্রথমটি মাঠে গড়াবে ১০ জুলাই। এরপর দুটি যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো পাল্লেকেলে, দাম্বুলা এবং কলম্বোয় অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়