শিরোনাম
◈ সৌদি আরবকে হজের কোটা নিয়ে যে অনুরোধ করলেন ধর্ম উপদেষ্টার ◈ সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের রেকর্ড: কারা পাচার করল, কীভাবে করল? ◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রয়টা‌র্সের প্রতি‌বেদন : ভারত-পাকিস্তান দ্বন্দ্বে এশিয়া কাপ ক্রিকেট অনিশ্চয়তায়

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সংঘর্ষের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে  অনিশ্চয়তা দেখা দিয়েছে এবারের এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। এরপর গত মাসে দু’দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরে এক অস্ত্রবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আগামী সেপ্টেম্বরে টি-টুয়েন্টি ফরম্যাটে ভারতে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত তা নির্ধারিত সূচি অনুযায়ী হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মঙ্গলবার রয়টার্সকে বিসিসিআইয়ের কর্মকর্তা বলেন, “সত্যি বলতে, বোর্ডের ভেতরে এশিয়া কাপ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর আবার আমাদের ইংল্যান্ড সফরও আছে। এগুলো বর্তমানে আমাদের অগ্রাধিকারের বিষয়।”

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এখনও নিশ্চিত করেনি তারা এশিয়া কাপে খেলবে কিনা। রয়টার্সকে এক বিবৃতিতে তারা বলে, “সেই সিদ্ধান্ত তখনই নেওয়া হবে, যখন পরিস্থিতি সামনে আসবে।”

এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মহসিন নাকভিকে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার এসিসি ঘোষণা দেয়, চলতি সপ্তাহে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার এবং শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে।

এ বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তবে পাকিস্তান দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে।

এর আগে গত ফেব্রুয়ারি-মর্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। শেষ পর্যন্ত তারা সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে তাদের সব ম্যাচ খেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

রাজনৈতিক বৈরিতার জেরে ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। এখন তারা শুধু কেবল বৈশ্বিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

গত মাসে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানান, ব্যক্তিগতভাবে তিনি পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতেও খেলায় অনাগ্রহী। তবে বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে, তিনি সেটাই মেনে নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়