শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল আবার শুরু, দিল্লি ক্যাপিটাল‌সের বড় হার

স্পোর্টস ডেস্ক : আগের দিন এই সময়ে শারজাতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলছিলেন। রোববার নামলেন দিল্লিতে আইপিএল ম্যাচ খেলতে। উড়ে এসে, ক্লান্তি দূরে রেখে মুস্তাফিজুর রহমান দেখালেন ঝলক। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চাপের মুখে করলেন মাথা ঠান্ডা রাখা বোলিং। -- ডেই‌লি  ক্রিকেট

বাকি বোলারদের যখন তুলোধুনো করছে গুজরাট টাইটান্সের ব্যাটাররা তখনো রান খরচে মুস্তাফিজ দেখালেন কৃপণতা। ১৯৯ রান করেও ম্যাচ হারলো দিল্লি, তবে বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ।

৩ ওভারে খরচ করলেন ২৪ রান। যা বাকি বোলারদের মধ্যে সবচেয়ে কম। সাই সুদর্শনের সেঞ্চুরি (৬১ বলে অপরাজিত ১০৮) ও শুবমান গিলের অপরাজিত ৯৩ রানে ১ ওভার হাতে রেখেই ম্যাচ গুজরাটের। ১০ উইকেটে বড় জয় তাদের। বৃথা গেলো লোকেশ রাহুলের সেঞ্চুরি।

ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম ৩ ওভারে ৪৩ রান তুলে ফেলা গুজরাটকে অস্বস্তিতে ফেলেন টাইগার পেসার। ২ ডট সহ খরচ করেননি ৬ রানের বেশি।

ইনিংসের ৬ নম্বর ওভারে আবারও আক্রমণে আসে বাঁহাতি পেসার। এবারও মুস্তাফিজ ছিলেন মিতব্যয়ী। খরচ করলেন ৭ রান। প্রথম ২ ওভারে উইকেট না পেলেও কাটার মাস্টারের খরচ মাত্র ১৩ রান। এরপর ১৬তম ওভারে এসে কিছুটা এলোমেলো। খরচ করলেন ১১ রান। সব মিলিয়ে ৩ ওভারে ২৪ রানে উইকেট শূন্য।

সুদর্শন ও গিলের ঝড়ে ১০ উইকেটে ম্যাচ হারলো মুস্তাফিজরা। যে কারণে কাটার মাস্টারকে আর বোলিং করতেই হয়নি।
এর আগে দিল্লিকে ১৯৯ রানের পুঁজি এনে দেন ওপেনার লোকেশ রাহুল। ৬৫ বলে এই কিপার ব্যাটারের অপরাজিত ১১২ রানের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়