শিরোনাম
◈ ‌লিও‌নেল মে‌সি সর্বকালের সেরা ফুটবলার, তালিকায় সেরা দশে আছেন যারা ◈ তিনজনকে থানা থেকে ছাড়ানোর ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি ◈ চেন্নাইর বিরু‌দ্ধে জয় দি‌য়ে আই‌পিএল শেষ কর‌লো  রাজস্থান ◈ বাংলাদেশে মামলা, গ্রেপ্তার ও জামিন : এ কি আইনের শাসন? ◈ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: আকার কমছে, কর কাঠামোয় পরিবর্তন ◈ খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ◈ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম ◈ রেমিট্যান্সে করের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি বৈদেশিক মুদ্রা প্রবাহে বিপর্যয় আনবে? ◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল আবার শুরু, দিল্লি ক্যাপিটাল‌সের বড় হার

স্পোর্টস ডেস্ক : আগের দিন এই সময়ে শারজাতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলছিলেন। রোববার নামলেন দিল্লিতে আইপিএল ম্যাচ খেলতে। উড়ে এসে, ক্লান্তি দূরে রেখে মুস্তাফিজুর রহমান দেখালেন ঝলক। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চাপের মুখে করলেন মাথা ঠান্ডা রাখা বোলিং। -- ডেই‌লি  ক্রিকেট

বাকি বোলারদের যখন তুলোধুনো করছে গুজরাট টাইটান্সের ব্যাটাররা তখনো রান খরচে মুস্তাফিজ দেখালেন কৃপণতা। ১৯৯ রান করেও ম্যাচ হারলো দিল্লি, তবে বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ।

৩ ওভারে খরচ করলেন ২৪ রান। যা বাকি বোলারদের মধ্যে সবচেয়ে কম। সাই সুদর্শনের সেঞ্চুরি (৬১ বলে অপরাজিত ১০৮) ও শুবমান গিলের অপরাজিত ৯৩ রানে ১ ওভার হাতে রেখেই ম্যাচ গুজরাটের। ১০ উইকেটে বড় জয় তাদের। বৃথা গেলো লোকেশ রাহুলের সেঞ্চুরি।

ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম ৩ ওভারে ৪৩ রান তুলে ফেলা গুজরাটকে অস্বস্তিতে ফেলেন টাইগার পেসার। ২ ডট সহ খরচ করেননি ৬ রানের বেশি।

ইনিংসের ৬ নম্বর ওভারে আবারও আক্রমণে আসে বাঁহাতি পেসার। এবারও মুস্তাফিজ ছিলেন মিতব্যয়ী। খরচ করলেন ৭ রান। প্রথম ২ ওভারে উইকেট না পেলেও কাটার মাস্টারের খরচ মাত্র ১৩ রান। এরপর ১৬তম ওভারে এসে কিছুটা এলোমেলো। খরচ করলেন ১১ রান। সব মিলিয়ে ৩ ওভারে ২৪ রানে উইকেট শূন্য।

সুদর্শন ও গিলের ঝড়ে ১০ উইকেটে ম্যাচ হারলো মুস্তাফিজরা। যে কারণে কাটার মাস্টারকে আর বোলিং করতেই হয়নি।
এর আগে দিল্লিকে ১৯৯ রানের পুঁজি এনে দেন ওপেনার লোকেশ রাহুল। ৬৫ বলে এই কিপার ব্যাটারের অপরাজিত ১১২ রানের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়