শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ২১ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম্যানচেস্টার সি‌টি‌কে কাঁ‌দি‌য়ে  ১২০ বছরে প্রথম শি‌রোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস

স্পোর্টস ডেস্ক : ম‌্যান‌চেস্টার সি‌টি এফ এ কাপের ফাইনালেও পথ হারালো। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে হতাশা আর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। আর ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা জিতল ক্রিস্টাল-প্যালেস।

‎তবে এই জয়ের মধ্যে লুকিয়ে ছিল বিতর্ক। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন গোলরক্ষক ডিন হেন্ডারসন বলে হাত লাগিয়েও লাল কার্ড এড়িয়ে যান। মিনিট কয়েক পর তিনি দারুণভাবে ঠেকান ওমর মারমুশের পেনাল্টি, যা শেষ পর্যন্ত প্যালেসের জয়ের ভিত গড়ে দেয়। - যমুনা‌নিউজ

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের সন্ধানে আক্রমণ শানাতে থাকে শিরোপা সন্ধানী ম্যানচেস্টার সিটি। সেই সুযোগও এসেছিল শক্তি ও সামর্থে এগিয়ে থাকা সিটিজেনদের সামনে। ম্যাচের ৫ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন আর্লিং হালান্ড।

ছেড়ে কথা বলেনি ক্রিস্টাল প্যালেসও। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে দলটি। স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচের ১৬ মিনিটে এবেরেচি এজের চমৎকার এক গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।

ম্যাচের ৩৩ মিনিটে সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। হালান্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।

৫৭ মিনিটে মুনোসের প্রচেষ্টা জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ করার উদযাপন শুরু করে প্যালেস। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে বেঁচে যায় সিটি। অতিরিক্ত ১০ মিনিটেও জালের দেখা পেতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত প্রথম শিরোপা জয়ের আনন্দে মাতে ক্রিস্টাল প্যালেস।

এই জয়ের ফলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিটও নিশ্চিত করেছে প্যালেস। অন্যদিকে পেপ গার্দিওয়ালার অধীনে ২০১৬-১৭ মৌসুমের পর এই প্রথমবারের মতো সিটি কোনো মৌসুমে শূন্য হাতে ফিরল। গতবারও তারা এফ এ কাপ ফাইনাল হেরেছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়