শিরোনাম
◈ ‘অপারেশন সিন্দুর’ ভারতের আধিপত্যকে ক্ষুণ্ন করেছে ◈ আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী: ডোনাল্ড ট্রাম্প ◈ সন্তান লাভের আশায় প্রতারককে দিলেন ২৫ ভরি স্বর্ণ! (ভিডিও) ◈ ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া দেওয়ায় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে নোটিশ ◈ নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন আহমদ  ◈ গাইবান্ধায় দুই হ্যাকারের বাড়িতে অভিযানে যা পেলো আইনশৃঙ্খলা বাহিনী (ভিডিও) ◈ সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান ◈ রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ বাজারভিত্তিক হার চালুর ৩ দিনের মাথায় ডলারের দাম বাড়ল ◈ ঢাকাসহ ১১ জেলায় রাত ২টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা স্বপ্নপূরণ হ‌লো না এই ম‌্যা‌চে, রিয়াল মা‌দ্রিদের এই ম‌্যাচটায় নজর ছি‌লো তা‌দের। বুধবার (১৪‌মে) রিয়াল মাদ্রিদ পয়েন্ট খুইয়ে বসলেই বার্সেলোনা এক মৌসুমের বিরতি দিয়ে আবারও বনে যেত লিগ চ্যাম্পিয়ন। তবে মায়োর্কার বিপক্ষে সেটার খুব কাছে গিয়েও শেষমেশ হয়নি রিয়ালের। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবেউতে এই নাটকীয় ম্যাচে শেষ মিনিটে জয় এনে দেন রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামোন।

রিয়াল দলে এই ম্যাচে অনেক তারকাই ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোসহ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। তারপরও রিয়াল শুরু থেকেই গোলের জন্য চাপ তৈরি করে। তরুণ ফরোয়ার্ড এমবাপে এবং ইংলিশ জুড বেলিংহ্যাম বেশ কয়েকবার চেষ্টা করেন, তবে মায়োর্কার গোলকিপার লেও রোমান দুর্দান্ত সেভ করেন।

পরে ৬৮ মিনিটে অবশেষে গোল পান কিলিয়ান এমবাপে। তিন মায়োর্কা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন। এটি ছিল মৌসুমে তার ৪০তম গোল।

তবে তখনই দৃশ্যপটে চলে আসেন রিয়ালের ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামোন। বল পেয়ে মায়োর্কার ডিফেন্ডারদের হালকা দ্বিধার সুযোগ নেন এবং উঁচু শটে বল গোলরক্ষক রোমানের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। ম্যাচের সময় তখন ৯৫ মিনিট। রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। তাতে বার্সার অপেক্ষা বাড়ে আরও এক দিনের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়