শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: এখন আর না‌মের ভা‌রে কা‌টে না, খেল‌তে হ‌বে মা‌ঠে, লিও‌নেল মে‌সি‌কে নি‌য়ে লড়াই‌য়ে নে‌মে‌ছি‌লো ইন্টার মায়া‌মি, মে‌সি এক‌টি গোলও ক‌রে‌ছেন, তা‌তে কী, পরাজয় তো ঠেকাতে পা‌রে‌নি কেউই, মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়া‌মি।

রোববার (১১ মে) ভোরে অ্যালিয়াঞ্জ ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই ওলুয়াসেয়ি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৩২ মিনিটে হ্লঙ্গুয়ানের গোলে এগিয়ে যায় মিনেসোটা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁ দিক থেকে জর্দি আলবার পাস পেয়ে মেসি প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান। এটি চলতি লিগে তার পঞ্চম গোল এবং সব মিলিয়ে মায়ামির হয়ে ৪৩তম গোল। তবে এরপর মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করলে ফের পিছিয়ে পড়ে মায়ামি। ৭০ মিনিটে রবিন লডের দুর্দান্ত শটে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মিনেসোটা।

বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে মিনেসোটা ছিল বেশ ধারালো। ৮টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪টি গোল করে তারা, যেখানে মায়ামি ১০ শটে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে শীর্ষে আছে কলম্বাস ক্রু। অন্যদিকে, ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনেসোটা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়