শিরোনাম
◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত ১৩ মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।

এক ধাপ এগোনো মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগের সর্বোচ্চ ছিল ২৯৫। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক ৪০০। মিরাজ ছাড়াও শীর্ষে পাঁচে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গত বছর পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলা সাকিব আছেন পাঁচে।

২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১০৪ রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ৫৫ নম্বরে উঠেছেন। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠেছেন। ব্যাটিংয়ে শীর্ষ ৩০-এ নেই বাংলাদেশের কেউ। ৩৮ নম্বরে থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে লিটন দাস। এরপরই আছেন মুশফিকুর রহিম (৪০)। বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর বোলার তাইজুল সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন। অফ স্পিনার নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে উঠেছেন ৫৪ নম্বরে।

টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট ও  বোলিংয়ে ভারতের যশপ্রীত বুমরা আছেন শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়