শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে নিজেকে আলাদা করে চেনাচ্ছেন সাই সুদর্শন। ব্যাটে রানের জোয়ার ছুটিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্চ ক্যাপটাও নিজের করে নিয়েছেন তিনি। শুক্রবার (২ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝড়ো ইনিংসের পথে ভারতীয় ব্যাটসম্যান স্পর্শ করেছেন দুটি মাইলফলক, গড়েছেন রেকর্ড।

স্বীকৃত টি-টোয়েন্টিতে শুক্রবার সুদার্শান দুই হাজার রান পূর্ণ করেছেন ৫৪ ইনিংসে, ভারতের কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম আর গোটা বিশ্বে দ্বিতীয় দ্রুততম। ২০১১ সালে ৫৩ ইনিংসে দুই হাজারের ঠিকানায় পৌঁছে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার শন মার্শ। আর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচিন টেন্ডুলকারের, লেগেছিল ৫৯ ইনিংস।

এদিন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দেড় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সুদার্শান। এখানেও তিনি ছাড়িয়ে যান ক্রিকেট ইশ্বর টেন্ডুলকারকে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেড় হাজার পূর্ণ করতে টেন্ডুলকারের লেগেছিল ৪৪ ইনিংস। সমান ইনিংস লেগেছিল রুতুরাজ গায়কোয়াড়েরও। সুদর্শনের লাগল কেবল ৩৫ ইনিংস।

আইপিএলে দেড় হাজার ছুঁতে ১০ ও টি-টোয়েন্টিতে দুই হাজার স্পর্শ করতে ৩২ রান প্রয়োজন ছিল এদিন সুদর্শনের। ৯ চারে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন গুজরাট টাইটান্সের ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার। চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রানের ঠিকানায় পৌঁছেছেন তিনি। ৫০.৪০ গড় আর ১৫৪.১২ স্ট্রাইক রেটে তার রান এখন ৫০৪। ১০ ম্যাচের পাঁচটিতেই করেছেন ফিফটি। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়