শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দিল্লি ক‌্যা‌পিটালসকে হা‌রিয়ে আই‌পিএ‌লে জ‌য়ে ফির‌লো কলকাতা

স্পোর্টস ডেস্ক ; দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে জয়ের ফিরল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটার এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় তিন ম্যাচ পর জয় পেল আজিঙ্কা রাহানের দল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এলো কলকাতা। সমান ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে দিল্লি।

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই অভিশেক পোরেলের উইকেট হারায় দিল্লি। অনুকুল রয়ের বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে বিদায় নেন চার মেরে ইনিংস শুরু করা এই উইকেটরক্ষক ব্যাটার। পঞ্চম ওভারে ভৈরব অরোরা লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করেন করুন নায়ারকে। ১৩ বলে ১৫ রান আসে এই ব্যাটারের ব্যাটে। --- ক্রিক‌ফ্রেঞ্জি

পাওয়ার প্লে শেষ হতেই রানআউটের ফাঁদে পড়েন লোকেশ রাহুল। ইনফর্ম এই ব্যাটার পাঁচ বলে সাত রান করে বিদায় নিলে বিপদে পড়ে দিল্লি। একপাশ দিয়ে তখনও দলের রান বাড়াচ্ছিলেন ফাফ দু প্লেসি। পাওয়ার প্লে'তে তার কল্যাণেই ৫৮ রান তোলে দলটি।

দলের তিন উইকেট পড়ার পর অক্ষরের সঙ্গে ৭৬ রানের জুটিও গড়েন দু প্লেসি। কিন্তু ২৩ বলে ৪৩ রান করে অক্ষর নারিনের বলে ফিরে গেলে আবারো ম্যাচের ছন্দপতন হয়। ৪৫ বলে ৬২ রান করে নারিনকে উইকেট দেন দু প্লেসিও।

শেষদিকে ভিপরাজ নিগাম ১৯ বলে ৩৮ রান করলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় দিল্লি। তবে ব্যাটারদের একটানা আউট হওয়ার ফলে রানরেট ক্রমশ বেড়ে যাচ্ছিল দলটির। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯০ রান করে থামে দিল্লি। কলকাতার হয়ে ২৯ রান খরচায় তিন উইকেট নেন নারিন। দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৪ রান করে কলকাতা। নাইট রাইডার্সের ব্যাটাররা প্রায় সকলেই দুই অঙ্কে পৌঁছালেও কেউই ইনিংস তেমন বড় করতে পারেননি। দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন। ২.৫ ওভারে ৪৮ রান তুলে ফেলেন এই দুজন।

এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষকের মুঠোয় ক্যাচ দেন ১২ বলে ২৬ রান করা গুরবাজ। সপ্তম ওভারে ভিপরাজ নিগামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান ১৬ বলে ২৭ রান করা নারিন। ১৪ বলে ২৬ রান করা আজিঙ্কা রাহানেকে পরের ওভারেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন অক্ষর প্যাটেল।

৯১ রানে তিন উইকেট হারানো দলটি পরবর্তী উইকেট হারায় ১১৩ রানে। পাঁচ বলে সাত রান করা ভেঙ্কাটেশ আইয়ারকেও ফেরান দিল্লির অধিনায়ক অক্ষর। এরপর ৬১ রানের জুটি গড়েন অঙ্গক্রিশ রঘুবংশি এবং রিঙ্কু সিং। ৩২ বলে ৪৪ রান করা রঘুবংশিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন দুশমন্থ চামিরা।

শেষদিকে রিঙ্কুর ২৫ বলে ৩৬ এবং আন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের ইনিংসে দুইশ পার করে কলকাতা। রভম্যান পাওয়েল এ দিন ম্যাচ খেলার সুযোগ পান। পাঁচ বলে পাঁচ রান করে স্টার্কের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি। দিল্লির বোলারদের মধ্যে ৪৩ রান খরচায় তিন উইকেট নেন স্টার্ক, দুটি করে উইকেট নেন নিগাম এবং অক্ষর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়