শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রেফা‌রির গা‌য়ে বরফ ছু‌ড়ে মারায় ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মা‌দ্রিদের রুডিগার

স্পোর্টস ডেস্ক: এটা নি:স‌ন্দে‌হে বা‌জে আচরণ, খেলার মা‌ঠে যা শতভাগ শা‌স্তি‌যোগ‌্য অপরাধ,  কোপা দেল রে ফাইনালে রেফারির দিকে বরফ ছুড়ে মারায় বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। ধারণা করা হচ্ছে, ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই জার্মান ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, তার নিষেধাজ্ঞাটা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে। এমনকি তাকে ম্যাচ হিসেবে নয়, মাস হিসেবেও নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

মূলত ম্যাচের শেষ পর্যায়ে এমবাপ্পের এমবাপ্পে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তেই ক্ষোভে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রুডিগার। শুধু তাই নয়, অভিযোগ এসেছে রেফারির দিকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মেরেছেন এই রিয়াল তারকা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটের বক্সে থাকা বরফ ছুড়ে মারা হয়েছিলো রেফারিকে। ফলে লাল কার্ড দেখেন রুডিগার। এছাড়া, লুকাস ভাসকেজ ও জুড বেলিংহ্যামও লাল কার্ড দেখেন।

জানা গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের ঘটনা তদন্ত করবে। নিয়ম অনুযায়ী রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। যদি ডিসিপ্লিনারি কমিটি আগ্রাসন খুঁজে পায়, তাহলে রুডিগার নিষিদ্ধ হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।

যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রুডিগার। সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেছেন, গত রাতে আমার আচরণের জন্য কোনো অজুহাত নেই। তার জন্য আমি খুবই দুঃখিত।

তিনি আরও লিখেছেন, দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুব ভালো খেলেছিলাম। ১১১ মিনিটের পর আমি দলকে আর সহযোগিতা করতে পারিনি। শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করে বসি। রেফারি এবং গত রাতে যাদের হতাশ করেছি, তার জন্য আবারও দুঃখিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়