শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটারদের কুপ্রস্তাব নিয়ে মুখ খোলা কে এই অনন্যা বাঙ্গার?

অনন্যা যখন আরিয়ান নামে পরিচিত ছিলেন

ভারতীয় কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনন্যা বাঙ্গার। গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণের অস্ত্রোপচারের মাধ্যমে আরিয়ান থেকে অনন্যা হয়েছেন সঞ্জয়ের এই সন্তান। অবশ্য এর আগে বাবার পদাঙ্ক অনুসরণ করে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেছেন অনন্যা। বলেছেন, ক্রিকেটাররা একসময় তাকে নগ্ন ছবি পাঠাতেন।

লালানটপ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী অনন্যা জানান, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে হিসেবে অনুভব করতেন। তার ভাষায়, ‘আমি আট-নয় বছর বয়সেই জানতাম, আমি একজন মেয়ে। মায়ের কাপড় পরতাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কল্পনা করতাম নারীরূপে।’  ক্রিকেট ক্যারিয়ারে নানাভাবে লাঞ্ছিত হয়েছেন বলেও জানান অনন্যা। তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারই আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে। কেউ কেউ সামনাসামনি অপমান করলেও পরে ছবি তুলতে চেয়েছে, এমনকি অশালীন প্রস্তাবও দিয়েছে।’

এক প্রবীণ ক্রিকেটারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন নিজের পরিস্থিতি বোঝাতে চাই, সে বলে, ‘চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই।’

সাক্ষাৎকারে অনন্যা ভারতীয় ক্রিকেট–কাঠামো নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমাকে তখন নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হয়েছে; কারণ, আমার বাবা ছিলেন পরিচিতমুখ। ক্রিকেটজগৎটা নিরাপত্তাহীনতা আর বিষাক্ত পুরুষতান্ত্রিকতায় ভরা।’

বর্তমানে অনন্যা যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়