শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গোল খে‌য়ে পি‌ছি‌য়ে পড়া আল নাসর রোনালদোর জোড়া গোলে জয় পে‌লো 

স্পোর্টস ডেস্ক ;  এই বয়‌সেও মা‌ঠে বেশ দাপট দেখা‌চ্ছেন ক্রিশ্য়িা‌নো রোনাল‌দো, সৌদি প্রো লিগে ফের জ্বলে উঠলেন তি‌নি। 

আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন পর্তুগিজ এই মহাতারকা। শনিবার (১২ এপ্রিল) আল-আওয়াল পার্কে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছেন রোনালদো, তাও আবার পিছিয়ে পড়া অবস্থায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১৩ মিনিটে কর্নার থেকে হেড করেছিলেন রোনালদো, তবে আল রিয়াদের গোলরক্ষক দক্ষতার সঙ্গে তা ঠেকিয়ে দেন। এরপর ৩০ মিনিটে রিয়াদের আল খাইবারির দূরপাল্লার শটে পরীক্ষা দিতে হয় নাসর গোলরক্ষক বেন্তোকে।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় আল রিয়াদ। আল খাইবারির আরেকটি দূরপাল্লার শট কোনোমতে ঠেকান বেন্তো, কিন্তু ফিরতি বলে ফাইজ সেলেমানি জাল খুঁজে নেন।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় আল নাসর। ম্যাচের ৫৬ মিনিটে সমতাসূচক গোলটি করেন রোনালদো। ফ্রি-কিক থেকে সাদিও মানের বাড়ানো বল ডান পায়ে জালে পাঠান ফাঁকায় দাঁড়ানো রোনালদো।

ঠিক ৮ মিনিট পর, ৬৪ মিনিটে দুর্দান্ত এক ভলিতে দলকে লিড এনে দেন রোনালদো। ডি-বক্সের বাইরে থেকে নেয়া সেই জোরালো শটে কিছুই করার ছিল না রিয়াদ গোলরক্ষকের।

এই জয়ে ২৭ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। এক ম্যাচ বেশি খেলা আল হিলালের পয়েন্ট ৫৮, অর্থাৎ মাত্র এক পয়েন্টের ব্যবধান এখন। শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫।

চলতি মৌসুমে ২৬ ম্যাচে ২৩ গোল ও ৩ অ্যাসিস্ট করা রোনালদোর মোট ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩। এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ৬৭ গোল দূরে এই ৪০ বছর বয়সী কিংবদন্তি।

ম্যাচের শেষ মুহূর্তে বাজে চ্যালেঞ্জের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল রিয়াদের আহমেদ আসিরি, ফলে দলটি শেষদি‌কে লড়াই ক‌রে ১০ জন নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়