শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিএসপিএ’র বর্ষসেরার পুরস্কার পে‌লেন মে‌হেদী মিরাজ ও  ঋতু পর্ণা

স্পোর্টস ডেস্ক ; কুল-বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার এবং বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। মিরাজ, ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেন।

তিন ফরম্যাট মিলিয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখান মিরাজ—রান করেছেন এক হাজারের বেশি, উইকেট নিয়েছেন ৪০টি। বছরের জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে দেওয়া হয় ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ স্বীকৃতি।

অন্যদিকে, দর্শক ও সমর্থকদের ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতু পর্ণা চাকমা। তবে ভুটান লিগে খেলতে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।। বর্ষসেরা দাবাডুর তকমা পেয়েছেন মনন রেজা নীড়। উদীয়মান ক্রিকেটার হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। বর্ষসেরা আম্পায়ারের মুকুট পড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

উল্লেখ্য, সব মিলিয়ে ১৫ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়