শিরোনাম
◈ রাতে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪ ◈ চাঁদপুর মেঘনার পানি বিপদসীমার উপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত! ◈ মহেশপুর সিমান্তে সাড়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার! ◈ হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ ◈ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর ◈ টাঙ্গাইল রেল স্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

সাইফুল ইসলাম প্রবাল চৌ:, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “কর্মজীবী শিশুদের শিক্ষার আওতায় এনে তাদের একটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগই হবে আমাদের মূল লক্ষ্য।”

শনিবার (২০ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও (ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন হলরুমে ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল: অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন’ শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় শিশুশ্রম নিরসন একটি বড় চ্যালেঞ্জ। তবুও ঠাকুরগাঁওয়ে ইএসডিও যে সাহসিকতার সঙ্গে কাজটি শুরু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই মডেলকে দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়া গেলে শিশুশ্রম নির্মূলে বাস্তব পরিবর্তন সম্ভব। আমাদের দল এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে সবসময় থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন:

  • শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান
  • মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন
  • রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম
  • ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী

বক্তারা বলেন, একটি শিশুও যেন জীবনের শুরুতেই শ্রমে নিযুক্ত না হয়— এটাই হতে হবে আগামী দিনের লক্ষ্য। শিশুশ্রম বন্ধে সরকারি-বেসরকারি সব পক্ষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়