শিরোনাম
◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের ◈ কক্সবাজা‌রের নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কী হচ্ছে সেখানে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শক্তিশালী প্রত্যাবর্তন: এক বছরে মন্দা থেকে শীর্ষে বাংলাদেশ ◈ শনিবার সাধারণ ছুটি : কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ ক্রিকেট  দলের নতুন ফিল্ডিং কোচ নিউ‌জিল‌্যা‌ন্ডের জেমস প্যামেন্ট

নিজস্ব প্রতি‌বেদক ; বাংলা‌দেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে প্যামেন্টকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে থাকবেন এই নিউ জিল্যান্ড কোচ। 

৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ড থেকে নিউ জিল্যান্ডে গিয়েই ক্রিকেট ক্যারিয়ার গড়েন। প্রথম শ্রেণির ক্রিকেট তিনি খেলেছেন অকল্যান্ডের হয়ে। সম্প্রতি তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সেরসহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজিটিতে ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া দিতেন তিনি। ২০১৮ সাল থেকে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দায়িত্বে ছিলেন এই কোচ। 

এছাড়াও নিউ জিল্যান্ডের হাই পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন প্যামেন্ট। সেখানে ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশালিস্ট টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে নিউ জিল্যান্ড জাতীয় দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন।

নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন পাঁচ বছর। এছাড়া ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ছিলেন নিউ জিল্যান্ড দলের সহকারী কোচ। স্বল্প সময়ের জন্য তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। 

বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে পমেন্ট বলেন, একটি প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়