শিরোনাম
◈ প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক ◈ ভাইরাল হয়ে বিপাকে ‘গরীবের বুফে’র সেই মিজানের হোটেল ভাঙচুর! (ভিডিও) ◈ ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে ফের গ্রেপ্তার ◈ চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের ◈ ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ: প্রয়াণের ২৯ বছরেও অম্লান স্মৃতিতে, জনপ্রিয়তায় এখনও সবাইকে ছাড়িয়ে ◈ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ◈ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২ ◈ নুরাল পাগলার কবরকেন্দ্রিক সংঘর্ষ: পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরে ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটের জন্য উপযোগী করে তৈরি হবে ছাদে ঢাকা হোবার্টের স্টেডিয়াম 

স্পোর্টস ডেস্ক : পুরোপুরি স্থায়ী ছাদ থাকার কথা ছিল তাসমানিয়ার নতুন ওয়াটারফ্রন্ট স্টেডিয়ামের নকশায়। তবে, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এটি ক্রিকেটের জন্য সমস্যা তৈরি করতে পারে।

অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল)-এ তাসমানিয়ার দল যুক্ত হওয়ার শর্ত হিসেবে ২৩,০০০ আসনের স্টেডিয়াম নির্মাণ বাধ্যতামূলক। তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেট তাসমানিয়া রাজ্য সরকারকে জানিয়েছে, বর্তমান ছাদ নকশা ক্রিকেটের জন্য উপযুক্ত নয়।

তারা বলছে, ছাদের কারণে মাঠের বিভিন্ন অংশ, বিশেষ করে পিচে ছায়া পড়বে। এতে খেলার গতি ও মানে প্রভাব পড়তে পারে। তাই তারা বিকল্প নকশা নিয়ে আলোচনা করতে চায়।

ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া স্টেডিয়াম নির্মাণের পক্ষে। তবে তারা চায়, এটি ক্রিকেটের জন্যও উপযোগী হোক। স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৭৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। - যমুনানিউজ

প্রকল্পের নকশায় স্বচ্ছ ছাদ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এটি ইস্পাত ও কাঠ দিয়ে তৈরি হবে। ম্যাককোয়ারি পয়েন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সিইও অ্যান বিচ জানান, নকশা এখনও পরিবর্তন করা হচ্ছে। স্বচ্ছ ছাদ থাকার কারণে রোদে ছায়া পড়ার সম্ভাবনা বেশি। তবে, কাঠের বিমের সংখ্যা কমানো এবং নির্মাণ সামগ্রী পরিবর্তন করে এটি সমাধান করা যেতে পারে।

ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, তারা তাসমানিয়ার সরকারের সঙ্গে কাজ করছে। তারা চায়, স্টেডিয়ামটি সব ধরনের ক্রিকেটের জন্য উপযোগী হোক। এতে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ আয়োজন করা সহজ হবে। স্টেডিয়ামটি ২০২৯ সালের মধ্যে নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এটি অনুমোদনের জন্য রাজ্য সংসদে ভোট হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়