শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিনকে পেতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার অভিষেক হতে পারে তাসকিন আহমেদের। ইতোমধ্যে টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও আছে সম্মতি। তবে সেখানে মেলাতে হবে একটি হিসেব।

লক্ষ্ণৌর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

 গত কয়েক মৌসুম ধরে আইপিএল আসলেই শুরু হয় তাসকিনকে নিয়ে জল্পনা-কল্পনা। গত মৌসুমেও তাকে দলে পেতে যোগাযোগ করেছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে বিসিবির পক্ষ থেকে অনুমতি না মেলায় যাওয়া হয়নি জনপ্রিয় লিগটিতে।
 
এবারও ব্যতিক্রম নয়। বাতাসে কান পাতলেই শোনা যায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার যোগাযোগের গুঞ্জন। তবে এবার নিলামে তাকে কোনো দল না ভেড়ানোয় সেসব গুঞ্জনকে কেউ পাত্তা দিচ্ছিল না।
 
কিন্তু আশা কথা, এবার তাসকিন নিজেই জানালেন ২০২৫ মৌসুমে তার আইপিএলে খেলার সম্ভাবনার কথা। টাইগার পেসারের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। আগের মৌসুমগুলোতে অনাপত্তিপত্র দেয়া নিয়ে নানা টালবাহনা হলেও এবার সায় দিয়েছে বিসিবিও। তবে বোর্ড রাজি হলেও এখনই আইপিএলে যাওয়া হচ্ছে না তাসকিনের। রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়লে তখন তাকে ডাকবে লক্ষ্নৌ। অর্থাৎ স্কোয়াডের কোনো বিদেশি পেসার ইনজুরিতে পড়লে বা মাঝপথে আইপিএল ছেড়ে গেলে তখন ডাক পড়বে তার।
 
 লক্ষ্নৌ থেকে যোগাযোগের বিষয়ে তাসকিন বলেন, ‘লক্ষ্নৌ সুপার জায়ান্টস থেকে আলোচনা করা হয়েছে। তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে ডাকবে। ডাক পেলে এবার পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল আমি। বোর্ড নিশ্চয়তা দিয়েছে, আইপিএল থেকে ডাক পেলে খেলার সুযোগ দিবে।’
 
শনিবার (২২ মার্চ) থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১৮ মে পর্যন্ত। ২৫ মে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে লিগটির ১৮তম আসরের। উৎস: সময়নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়