শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু চ্যাম্পিয়নস ট্রফি জিতলেই হবে না, ভারতকেও হারাতে হবে : শেহবাজ শরীফ

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হলেও দেশটিতে খেলতে যাচ্ছে না ভারত। এমন পরিস্থিতিতে দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি  মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দলকে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট দলের সক্ষমতা রয়েছে। সম্প্রতি দলটি ভালো করছে। শুধু চ্যাম্পিয়নস ট্রফি জিতলেই হবে না। এর পাশাপাশি ভারতকেও হারাতে হবে। পুরো জাতি দলের পাশে রয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রæয়ারি) সংস্কার কাজ শেষে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রসঙ্গত, ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয়। এ নিয়ে বেশ জলঘোলাও হয়। পরে পাকিস্তান দুবাইয়ে গিয়ে খেলতে রাজি হয়। এমনকি ভারত ফাইনালে গেলে ম্যাচটি পাকিস্তানে না হয়ে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালের পর এই প্রথমবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়