শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনা ও লিভারপুলের জয়, ইন্টার মিলানের পরাজয়

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচের মতোই দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইংলিশ লিগে লিভারপুলও পেয়েছে জয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলাদা ম্যাচে মাঠে নামে দু’দল। তবে ইতালিয়ান সিরিআ’য় হেরেছে ইন্টার মিলান। ১২ দিন আগে ঘরের মাঠে ৭-১ গোলের বড় এক জয় পেয়েছিল বার্সা। সেই জয়ের পর প্রতিপক্ষ পরিবর্তন হলেও স্কোরবোর্ডের রেশ থেকে গেছে একই।

ম্যাচের তৃতীয় মিনিটেই ডেডলক ভাঙেন ফেরনান তোরেস। ১৭ মিনিটে দ্বিতীয় গোলের পর ৩০ মিনিটের মধ্যেই পূরণ করেন হ্যাটট্রিক। মাঝে গোল উৎসবে যোগ দেন ২১ বছর বয়সী আরেক ফরোয়ার্ড ফের্মিন লোপেস। ৪-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। - যমুনানিউজ

বিরতির পরও আধিপত্য ধরে রাখে হ্যান্সি ফ্লিক শিষ্যরা। ৫২ মিনিটে লামিনে ইয়ামালের একটি শট পোস্টে প্রতিহত হলেও ঠিক ৭ মিনিট পরই গোলের দেখা পান এই তরুণ তুর্কি। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয়ে সেমিফাইনালে নাম লেখায় কাতালানরা।

অপরদিকে, ইংলিশ লিগ কাপের শেষ চারের প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হেরেছিলো লিভারপুল। এবার ফিরতি লেগে ঘরের মাঠে দারুণ জবাব দিয়েছে আর্নেট স্লটের দল। অ্যানফিল্ডে ম্যাচের ৩৪ মিনিটে ডেডলক ভাঙে গাকপোর সহজ ফিনিশিংয়ে।

বিরতির পর ডি-বক্সে নুনেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

এরপর গাকপো ও রায়ানের দুটি চেষ্টা প্রতিহত হয় গোলপোস্টে। ৭৫ মিনিটে দারুণ প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন সোবোসলাই। আর মিনিট তিনেকের মাথায় ফন ডাইকও গোলের দেখা পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে লিভারপুল। ১৬ মার্চ শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।

এদিকে, সিরিআ’য় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান হেরে গেছে ফিওরেন্তিনার কাছে। গোলশুন্য প্রথমার্ধের পর দলটির হয়ে প্রথম গোল করেন রানিয়েরি। এরপর জোড়া গোলে ফিওরেন্তিনার বড় জয় নিশ্চিত করেন ময়েস কিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়