শিরোনাম
◈ ৪১ বছর পর ওয়ানডে ক্রিকে‌টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউ‌জিল‌্যান্ড  ◈ ‌পিচ কিউরেটর গা‌মি‌নিকে প্রথ‌মে ক‌রে‌ছে মিরপুরছাড়া এবার তা‌কে দেশছাড়া করছে বিসিবি  ◈ এশিয়া কাপের ট্রফি দু'এক দি‌নের ম‌ধ্যে ভারতীয় বো‌র্ডে পৌঁছা‌বে, না এ‌লে বিকল্প ব‌্যবস্থা: বি‌সি‌সিআই স‌চিব ◈ ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম হবে ছয় বছরে সর্বনিম্ন: বিশ্বব্যাংক ◈ ‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল ◈ ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: ইসি আনোয়ারুল ◈ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেয়া হবে: র‍্যাব ◈ এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব সৃষ্টি করেছে জামায়াত: মির্জা ফখরুল (ভিডিও) ◈ এবার ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, পদত্যাগ করলেন ইসরায়েলের শীর্ষ জেনারেল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া, তিন মোড়লের চামচা ‘আইসিসি’ ক্রিকেট বিশ্ব চালাতে পারে না, ফিফা ফুটবল বিশ্ব চালায়

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব এখন সরগরম টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব নিয়ে। ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড  ২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলকে প্রথম স্তরে এবং বাকি পাঁচ দলকে দ্বিতীয় স্তরে রাখার প্রস্তাব করেছে। তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা।  

বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্লাইভ লয়েডের পর এবার এ নিয়ে মুখ খুলেছেন আরেক ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিং। তিনি আইসিসির দুর্বলতাকে এই প্রস্তাবের জন্য দায়ী করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ প্রকাশিত একটি কলামে হোল্ডিং বলেন, ফিফা অন্তত বিশ্ব ফুটবলকে চালাতে পারে, কিন্তু আইসিসি বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের আরও শক্তিশালী হতে হবে এবং একটি সুষ্ঠু সময়সূচি তৈরি করতে হবে। 

মাইকেল হোল্ডিং সরাসরি দ্বিস্তর কাঠামোর বিরোধিতা না করলেও এর জন্য উত্তরণ ও অবনমনের সঠিক নিয়ম চালু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি উত্তরণ–অবনমন না থাকে, তাহলে শীর্ষ দলগুলো শুধু অর্থ উপার্জন করবে। নিচের স্তরের দলগুলো গরিব হয়ে পড়বে এবং একসময় অদৃশ্য হয়ে যাবে। সম্ভবত ‘তিন মোড়ল’ এটাই চায়।

৭০ বছর বয়সী হোল্ডিংয়ের মতে, নিচের স্তরের দলগুলোকে আরও শক্তিশালী করার জন্য শীর্ষ দলগুলোর উচিত দ্বিতীয় স্তরের দলগুলোর সঙ্গে সফর করা। এতে টেলিভিশন স্বত্ব বিক্রি করে আয় বাড়ানো সম্ভব এবং সেই অর্থ খেলোয়াড়দের বেতন বাড়াতে কাজে লাগবে। তিনি আরও বলেন, যদি ‘তিন মোড়ল’ পুরো ক্রিকেটের উন্নতি চায়, তাহলে তাদের এই পথেই হাঁটতে হবে। 

আইসিসির উচিত এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া। ছোট দলগুলোকে বাদ দিলে ক্রিকেটের বিস্তার বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয়, আসন্ন আলোচনায় এই পরিকল্পনা কীভাবে এগোয় এবং আইসিসি এ বিষয়ে কী পদক্ষেপ নেয়। 

প্রসঙ্গত, দুই স্তরের কাঠামো নিয়ে চলতি মাসেই আইসিসির সঙ্গে আলোচনায় বসার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়