শিরোনাম
◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকদের একহাত নিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ব্যাট এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হাসেনি। ফলে নিজেই সিরিজের শেষ টেস্টে নিজেকেই সরিয়ে নেন। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। তারপরও রোহিতের সমালোচনা করতে ছাড়ছেন না সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। এবার সমালোচনাকারীদের একহাত নিলেন রোহিত। মাইক, ল্যাপটপ, কলম নিয়ে বসে থাকা কেউ তার অবসরের সময় ঠিক করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

পিতৃত্বকালীন ছুটির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেননি রোহিত। পরের তিন টেস্টে ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেছেন ভারতীয় অধিনায়ক। তাই সিডনি টেস্ট থেকে সরে যান তিনি। এই সিদ্ধান্ত অবসরের নিতেই কিনা উঠেছে এমন প্রশ্ন।- ডেইলি ক্রিকেট

এই প্রসঙ্গে রোহিত বলেন, এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। না আমি খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি এই ম্যাচে খেলিনি কারণ আমার ব্যাটে রান আসছে না। তবে এর কোনো নিশ্চয়তা নেই পাঁচ বা দুই মাস পরে রান আসবে না। জীবন প্রতি সেকেন্ড, মিনিট কিংবা প্রতিটা দিনেই বদলায়, ক্রিকেটে এমনটা অনেক দেখেছি আমি।

ডানহাতি এ ব্যাটার আরও বলেন, নিজের প্রতি আস্থা রয়েছে যে পরিস্থিতি বদলাবে। তবে একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। তাই কারও ল্যাপটপ, মাইক কিংবা কলমের ওপর নির্ভর করে না। তারা ঠিক করতে পারে না, কখন আমাদের অবসর নেওয়া উচিত, কখন আমাদের খেলার বাইরে থাকা উচিত, কখন আমাদের অধিনায়কত্ব করা উচিত। আমি একজন পরিণত মানুষ, দুই সন্তানের বাবাও। তাই আমি জানি, আমার জীবনে কী প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়