শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় নেমেই বাংলাদেশি পেসারদের প্রশংসায় ফরচুন বরিশালের শাহিন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের তুখোড় পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) দলটির সাথে অনুশীলনও সেরেছেন আফ্রিদি। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে বাংলাদেশি পেসারদের বেশ প্রশংসা করলেন এই পেসার। 

কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। সেই দলের অন্যতম পারফর্মার ছিলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। হাসান মাহমুদও দেখিয়েছেন মুনশিয়ানা। তাই খুব কাছে থেকেই বাংলাদেশি পেসারদের দেখেছেন আফ্রিদি।

মিরপুরে শনিবার অনুশীলন শেষে শাহিন বলেন, বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।

বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসলেও বাংলাদেশিরাই এখানে বড় তারকা বলে মন্তব্য করেন শাহিন আফ্রিদি, সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন শাহিন। কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে এসেছেন সেটাও জানিয়েছেন পাকিস্তানি এ পেসার।

শাহিন বলেন, বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়