শিরোনাম
◈ সুপেয় পানি ও স্যানিটেশনে ৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক ◈ কমিশন বাড়ানোসহ ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি মালিকদের ◈ ভর্তুকির পরও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা! ◈ তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী! ◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার

নিজস্ব প্রতিবেদক: লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে। লাল-সবুজের দল প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে। এই সাফল্যের পর, দীর্ঘ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সফর শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই ফিরতি যাত্রা তিন ধাপে হবে। প্রথম ধাপে ২২ ডিসেম্বর রোববার সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় সাত জন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। দ্বিতীয় ধাপে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরও চার জন ফিরবেন।

এছাড়া, কোচিং স্টাফের সদস্যরা বড় দিনের ছুটিতে যাচ্ছেন এবং দেশে ফিরবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
টেস্ট সিরিজ দিয়ে গত মাসের ২২ নভেম্বর এই সফর শুরু হয়েছিল। যেখানে প্রথম এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু করে এবং ১৮ ডিসেম্বর সিরিজ নিশ্চিত করার পর ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের ৩-০ তে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। লিটন শুধু টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেন। বাকি দুই সিরিজের নেতৃত্ব দিয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়