শিরোনাম
◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছরের লামিনো ইয়ামাল গুগল সার্চে শীর্ষ ফুটবলার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার জন্য দারুণ সংবাদ এটি। ছেলেটির বয়স মাত্র ১৭। এরমধ্যেই ফুটবল বিশ্বে তারকা খ্যাতি পেয়ে গেছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। আর এই খ্যাতি এতো উচ্চতায় পৌঁছেছে যে, গুগলে ২০২৪ সালে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই তরুণকে।

প্রতি বছরের শেষ দিকে ইয়ার ইন সার্চ রিপোর্ট প্রকাশ করে গুগল। মূলত বিশ্বজুড়ে লোকেরা যে সকল বিষয়গুলো খোঁজার চেষ্টা করে তার একটি তালিকা তৈরি করে কোম্পানিটি। যেখানে দেখা গিয়েছে ফুটবলারদের মধ্যে মানুষজনের আগ্রহের শীর্ষে ছিলেন ইয়ামাল।

অ্যাথলেটদের সেরা দশে মোট তিনজন ফুটবলার রয়েছেন। তিনজনই স্পেনের। ইয়ামালের জাতীয় দলে সতীর্থ নিকো উইলিয়ামসের অবস্থান ছয় নম্বরে। ১০ নম্বরে আছেন চলতি বছরের ব্যালন ডি'অর জয়ী ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি।

তবে সবমিলিয়ে অ্যাথলেটদের মধ্যে তিন নম্বরে আছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে এক নম্বরে আছেন অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। তার লিঙ্গ পরিচয় নিয়ে অনেক দিন থেকেই চলছে নানা বিতর্ক। যে কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

তারপরই আছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। ১৯ বছর পর রিংয়ে ফিরে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। চার নম্বরে আমেরিকান জিমনাস্ট সিমনে বাইলস। তার পর আছেন বক্সার জ্যাক পল। সেরা দশে দুইজন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শশাঙ্ক সিং আছেন যথাক্রমে সাত ও নয় নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়