শিরোনাম
◈ টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল ◈ সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া ◈ পদত্যাগ করবেন ওয়ারেন বাফেট ◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: টানা ম্যাচ পয়েন্ট হারানোর পর জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা। দুর্দান্ত পারফরম করেছে বার্সা সেনারা। তারা প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। ম্যাচের ১২তম মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন ফেরান তোরেস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে মাফেয়োর পাস থেকে মায়োর্কাকে সমতায় ফেরান মুরিকি।
তবে বিরতি থেকে ফিরে নতুন বার্সাকে আবিষ্কার করে মায়োর্কা। একে একে চার গোল করে মায়োর্কাকে ম্যাচ থেকে ছিটকে দেয় তারা। যার প্রথমটি শুরু করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ম্যাচের ৫৬তম মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল আদায় করেন। ৭৪ মিনিটে ইয়ামালের পাস থেকে ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান।

এরপর ৭৯তম মিনিটে বদলি নেমে গোল করে দলের লিড বাড়িয়ে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। আর ডি ইয়ংয়ের পাস থেকে ৮৪তম মিনিটে বার্সার পঞ্চম গোলটি করেন পাউ ভিক্টর। ১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের থেকে ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়