শিরোনাম
◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব ◈ ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ◈ ভাইরাস ছড়ানোর চেষ্টা ভুয়া ইমেইলের মাধ্যমে, সতর্ক বার্তা আইএসপিআরের ◈ ফিরোজার সামনে নেতা-কর্মীদের ভিড়, বরণের অপেক্ষা ◈ কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ (ভিডিও) ◈ ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেপ্তার ◈ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ যে কারণে ফিরছেন না তারেক রহমান, যা বলছেন বিএনপি নেতারা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ভারতীয় পুলিশের ডিএসপি হলেন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে সে দেশের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয়। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।মোহাম্মদ সিরাজ হলেন ডিএসপি, উপহার পেলেন জমি
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। ফাস্ট বোলার হিসেবে ফ্যানদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি, ভারতের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয় এই ক্রিকেটারকে। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়