শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছি, বারবার একই ভুল করছি: অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ম্যাচেও জয়ের বন্দর খুঁজে পেলো না বাংলাদেশ দল। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিলো টাইগার সেনাদের। কিন্তু সব ভেস্তে গেলো ভারতের দাপটে। ফলে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে শান্ত নিজেই স্বীকার করলেন, এই ম্যাচে একই ভুল করেছে তার দল। 

লড়াই-বিহীন হারের ধরণে যেন প্রথম ম্যাচেরই প্রতিচ্ছবি। পার্থক্য ছিল শুধু আগে এবং পরে ব্যাট করায়। বুধবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৮৬ রানের বিশাল ব্যবধানে। ভারতের ২২১ রানের পাহাড়ের জবাবে ২০ ওভার ব্যাটিং করে ১৩৫ রানের বেশি করতে পারেননি শান্ত-মাহমুদউল্লাহরা।

ম্যাচ শেষে শান্তর সরল স্বীকারোক্তি, আমার মনে হয় আমরা বারবার একই ভুল করছি। দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।

এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ভারতের মতো দলকে তাদেরই ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে আগে ব্যাটিংয়ে পাঠানোর স্বপক্ষেই যুক্তি দেন তিনি। বোলাররা মাঝের ওভারগুলোতে ভালো না করার আক্ষেপ ঝরল তার কণ্ঠে।

ম্যাচে পাওয়ার প্লে'র মধ্যেই ভারতের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মার পর সূর্যকুমার যাদবকেও ফিরিয়ে দেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান এই তিনটি উইকেট নেন। এরপর নিতিশ রেড্ডি আর রিঙ্কু সিংয়ের ঝড়ো ফিফটিতে ভারত চড়ে রানের পাহাড়ে।

টসের সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথম ৬-৭ ওভারে আমরা বেশ ভালো করেছিলাম কিন্তু তারপর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এরপর তারাও বেশ ভালো ব্যাটিং করেছে। মাঝের সময়টায় আমাদের এক-দুটো উইকেট প্রয়োজন ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি।
আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে সেটা ভালো ব্যাপার। মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিনও ভালো বোলিং করেছে। কিন্তু যেটা বললাম আমরা মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি।

১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সেই ম্যাচে ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশা করেন শান্ত, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়