শিরোনাম
◈ জেলায় জেলায় ডেঙ্গুর আতঙ্ক, বাড়ছে রোগী ও মৃতের সংখ্যা ◈ গল টে‌স্টে দুই দিনে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪ রান ◈ বিদ্যুতে নেট মিটারিং বাড়াতে উপদেষ্টার নির্দেশনা ◈ এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাসের চাপ কমার শঙ্কা ◈ এশিয়া কাপ ৩ জুলাই শুরু, বাংলাদেশের গ্রুপে পাকিস্তান, অংশ নে‌বে না ভারত ◈ যুক্তরাষ্ট্রকে ইরান-ইসরায়েল ইস্যুতে রাশিয়ার সতর্কবার্তা ◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ও স্বাধীন প্রতিষ্ঠান চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ ◈ ইরান আত্মসমর্পণ করবে না: জাতির উদ্দেশে ভাষণে আয়াতুল্লাহ আলি খামেনি ◈ ভারতের দখলে বাংলাদেশের যেসব সম্পদ! (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার  ফোনে  জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছে জামায়াত 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই টেস্টেই ভারতের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা মেনে নিলেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে অবদান ছিল ব্যাটারদেরও। ফলে পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ঠিক যেন তার উল্টো চিত্র দেখাল নাজমুল হোসেন শান্তর দল। বোলাররা তাও মোটামুটি খেলেছেন। কিন্তু দুই ম্যাচেই ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স ভুগিয়েছে পুরো দলকে। সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়কও মনে করছেন, ব্যাটাররা সুযোগ নিতে না পারায় তার দল ভালো করতে পারেনি।

মঙ্গলবার কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন ব্যাটারদের উইকেট বিলিয়ে আসার মহড়ায় ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ হেরে ভারতের কাছে আরেকটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে টাইগাররা। -অলআউট স্পোর্টস

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অধিনায়ক শান্তর কণ্ঠে ফুটে ওঠে ব্যাটারদের ছন্দহীনতার কথা। সিরিজে ভালো করতে ব্যাটারদের বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল বলে জানান তিনি।

দুটি টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। সত্যি বলতে এই ধরনের কন্ডিশনে আপনাকে ভালো ব্যাট করতেই হবে।ৃ আপনি যদি দেখেন আমাদের ব্যাটারদের দিকে দেখেন তারা সবাই ৩০-৪০ বল খেলে আউট হয়েছে। টেস্ট ম্যাচে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাটাররা যখন সেট হবে তখন বড় একটা রান করা।”

পাকিস্তানের মাটিতে সিরিজে ব্যাট হাতে শতক হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে ভারতের বিপক্ষে এই দুই ক্রিকেটার ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। পুরো সিরিজে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে শতক হাঁকিয়েছেন মুমিনুল হক। শান্তর চোখে এই সিরিজে দলের পাওয়া এটাই। মুমিনুল এই ম্যাচে যেভাবে ব্যাট করেছে সেটা আমাদের ভবিষ্যতে সাহায্য করবে। দুই ইনিংসে মিরাজ যেভাবে বোলিং করেছে, আমি মনে করি অনেক ভালো ছিল। আশা করছি সামনের টেস্ট ম্যাচেও সে এভাবে পারফর্ম করবে। ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়