শিরোনাম
◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও) ◈ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার আগে ছাত্রলীগের হুমকি, বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ◈ আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ ◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে! ◈ ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল হে‌রে গে‌ছে, চেলসি ও ব্রেন্টফোর্ডের জয় ◈ হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট ◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে!

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: আবারও ব্যাটে ঝড় তুললেন রহমানউল্লাহ গুরবাজ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরে যান এই ওপেনার। তবে আফগানদের আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না। ফলে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে সহজেই ম্যাচ জিতল সাউথ আফ্রিকা। একইসঙ্গে সিরিজ হোয়াইটওয়াশ হওয়া থেকে বেঁচে গেল দলটি। সাত উইকেটের জয়ে প্রোটিয়ারা সিরিজ শেষ করল ২-১ ব্যবধানে হেরে।

শারজাহতে রবিবার ১৭০ রানের লক্ষ্য ১০২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে সাউথ আফ্রিকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন টেম্বা বাভুমা ও টনি ডি জর্জি। দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ডি জর্জি ৩১ বলে করেন ২৬, বাভুমার ব্যাটে ২৮ বলে আসে ২২ রান। -ক্রিকফ্রেঞ্জি

তিনে নেমে রিজা হেনড্রিকসের ব্যাটে আসে ১৮ রান। তারপর ট্রিস্টান স্টাবসের সঙ্গে ৯০ রানের হার না মানা জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্করাম। ৪২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন স্টাবস। চারটি চার এবং তিনটি ছক্কায় ৬৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন মার্করাম। আফগানদের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ গজনফর, মোহাম্মদ নবি এবং ফরিদ আহমেদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। এ দিন দলটির প্রথম আট ব্যাটারের মধ্যে ১০ এর বেশি রান করতে পারেন কেবল গুরবাজ। ১১ রানের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি পাননি এই ওপেনার। ৯৪ বলে সাতটি চার এবং চারটি ছক্কায় করেন ৮৯ রান।

সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা গুরবাজ হারা ম্যাচেও হন ম্যাচসেরা। একইসঙ্গে টানা দুই হাফ সেঞ্চুরিতে করা ১৯৪ রান করে সিরিজ সেরাও হন তিনি। আফগানদের ৩৪ ওভারে অল আউট করে দিতে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেহলুকায়ো ও নাবাইয়োমজি পিটার।

রহমাত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবিরা এ দিন কিছুই করতে পারেননি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্তে অবিচল ছিলেন গুরবাজ। ৪৭ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু ফেহলুকায়োকে বেরিয়ে এসে খেলে ডিপ কাভারে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তাকে।

শেষদিকে ৯ নম্বরে নামা গজনফরের ১৫ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ক্যামিওতে দেড়শ রানের গ-ি পেরিয়ে যায় আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়