শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা নারী দলের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ম্যাচটি জিতে যায় লংকানরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পঞ্চম ও শেষ ম্যাচ হেসেখেলে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ এ’ দল। ফলে লাল-সবুজদের জয়ের ব্যবধান দাঁড়ায় ৪-১ এ।

আসন্ন নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে কাগজে-কলমে এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলেছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও ছিলেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। 

ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স টাইগ্রেসদের। আজ (বৃহস্পতিবার) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ১১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। 

কল্টসে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক মেয়েরা। দুই অঙ্কের রানের কোটায় গেছেন কেবল একজন। ২০ বল খেলে ১১ রান করেছেন চেথানা ভিমুক্তি। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিই তার। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও ফাহিমা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ১১ দশমিক ৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত থাকেন ওপেনার দিলারা ও নিগার সুলতানা জ্যোতি টিকেছিলেন ২৫ বলে ১৪ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়