৬৪জন খেলোয়াড়ের প্রতিনিধিদল নিয়ে এবারের প্যারিস ২০২৪ প্যারালিম্পিকে অংশ নিয়ে পদক টেবিলে ১৪তম স্থান লাভ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
১১ দিনের প্যারালিম্পিক গেমস সম্প্রতি শেষ হয়েছে। ইতোমধ্যে চূড়ান্ত ফল এবং পদক তালিকা প্রকাশ করা হয়েছে।
ইরানের ক্রীড়াবিদরা মোট আটটি স্বর্ণ, দশটি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ জিতেছে। মোট ২৫টি রঙিন পদক নিয়ে ইসলামি প্রজাতন্ত্র পদক তালিকায় ১৪তম স্থান দখল করেছে।
প্যারালিম্পিকে অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে জাপান ও উজবেকিস্তানের পর ইরান তৃতীয় স্থানে রয়েছে।
প্যারালিম্পিক গেমসের পদক তালিকায় চীন ৯৪টি স্বর্ণ সহ মোট ২২০টি পদক নিয়ে শীর্ষে রয়েছে। এরপরে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ
আপনার মতামত লিখুন :