শিরোনাম
◈ গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পরবর্তী শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ◈ ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় বড় পরিবর্তন: রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসছে, অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলা ◈ বিশ্বকাপের আগে ‘দুর্বল’ দেশগুলোকে নিয়ে সি‌রিজ ফুটবল আয়োজনে ফিফা ◈ ইং‌লিশ লি‌গে ন‌টিংহ‌্যা‌মের কা‌ছে পরা‌জিত লিভারপুল ◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেডের তা-বে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বস্তির জয়  অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড আরও একবার ব্যাট হাতে ঝড় তুললেন। সতীর্থ ম্যাথিউ শর্টের কাছ থেকে পেলেন ভালো সঙ্গ।  কিন্তু এরপর হুট করেই ব্যাটিং ধসে পরে দলটি। এমনকি খেলতে পারেনি পুরো ২০ ওভার। তবে তারপরও বোলারদের সৌজন্যে স্বস্তির জয়েই সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া।

সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় তারা। জবাবে ১৯.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এদিন হেডের তা-বে ম্যাচের প্রথম ৫.৫ ওভারে ৮৬ তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। পরের বলেই আউট হন এই ওপেনার। তখনও মনে হয়েছিল দুইশর বেশি পুঁজি গড়বে তারা। তখনও ওভার বাকি ছিল ১৪টি। কিন্তু ৯৩ রান তুলতেই বাকি ব্যাটাররা ফিরেছেন সাজঘরে। ১৮০ রানও পূর্ণ করতে পারেনি তারা।

মাত্র ১৯ বলে ফিফটি স্পর্শ করা হেড শেষ পর্যন্ত খেলেন ২৩ বলে ৫৯ রানের ইনিংস। নিজের ইনিংসটি সাজাতে খেলেছেন ৮টি চার ও ৪টি ছক্কা। অর্থাৎ ৫৬ রানই আসে বাউন্ডারি থেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছর এই নিয়ে সাতবার পাওয়ার প্লের মধ্যেই পঞ্চাশ পূর্ণ করেন এই ওপেনার।

আরেক ওপেনার শর্ট খেলেন ৪১ রানের ইনিংস। ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি। চারে নামা জশ ইংলিশ করেছেন ২৭ বলে ৩৭ রান। এছাড়া কেউই তেমন সুবিধা করে উঠতে পারেননি। লিয়াম লিভিংস্টন ২২ রানে নেন ৩টি উইকেট। এছাড়া জফ্রা আর্চার ও সাকিব মাহমুদের দুটি করে শিকারে লক্ষ্যটা নাগালেই রাখতে পারে ইংল্যান্ড।

তবে লক্ষ্য তাড়ায় দলীয় ১৩ রানেই ভাঙে ইংল্যান্ডের ওপেনিং জুটি। এরপর দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটির পর ১২ রান তুলতেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি। তবে স্যাম কারানকে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন লিভিংস্টন। ৫৪ রানের জুটিও গড়েছিলেন তারা। কিন্তু এ জুটি ভাঙতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।

দলের পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন লিভিংস্টন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে ফিল সল্টের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে ২৮ রানের খরচায় ৩টি উইকেট নেন শেন অ্যাবট। এছাড়া দুটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়