শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ কাউন্টিতে আবারো ৪ উইকেট নিলেন সাকিব, জয়ের স্বপ্ন বুনছে সারে

কাউন্টি ক্রিকেটে নিজের প্রত্যাবর্তনে বোলিংয়ে দুর্দান্ত শুরু করা সাকিব আল হাসান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দিনের শুরুতে সারের হয়ে ব্যাটিংয়ে নেমে তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে বাঁহাতি স্পিনে দিনটা একেবারেই নিজের করে নিয়েছেন তিনি।

কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সমারসেটের ৩১৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২১ রানে থামে সারে। প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে থাকা সমারসেট ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি। কেমার রোচ ও ড্যানিয়েল ওরালকে দিয়ে শুরু করলেও উইকেটের আশায় ইনিংসের ষষ্ঠ ওভারেই সাকিবের হাতে বল তুলে দেন ররি বার্নস। - ক্রিকফ্রেঞ্জি

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। নিজের করা দ্বিতীয় বলেই মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে নিজের শিকার বানিয়েছেন। সাকিবের ফুলার লেংথের ডেলিভারিতে বোকা বনে গিয়ে বোল্ড হয়েছেন ৩ রান করা আর্চি। টম অ্যাবলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সমারসেটের বিপদ আরও বাড়িয়েছেন সাকিব।

জেমস রিউয়ের সাথে বড় জুটি গড়ে তোলার আগেই সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিকে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। সাকিব বলে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন ১৩ রান করা এই ব্যাটার। নিজের পরের ওভারে জেমসকেও আউট করেছেন সাকিব। তৃতীয় দিন শেষে সবমিলিয়ে ২৫ ওভারে ৮৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি।

সাকিবের পাশাপাশি সারের হয়ে উইকেট নিয়েছেন রোচ, জর্ডান ক্লার্ক এবং ওরাল। যেখানে ক্লার্ক দুটি এবং রোচ, ওরাল নিয়েছেন একটি করে উইকেট। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে সমারসেটে। যেখানে সারের বিপক্ষে ১৯০ রানের লিড নিয়েছে। তাতে করে সমারসেটের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছে সাকিবের সারে।

এর আগে ছয়ে নেমে ২৪ বলে ১২ রানে ফিরে গেছেন বাঁহাতি এই ব্যাটার। জ্যাক লিচের মিডল স্টাম্পের বলে উইকেট থেকে বেরিয়ে এসে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। ব্যাটে-বলে ঠিকঠাক করতে না পারায় লিডিং এজ হয়ে বোলার লিচের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও দুই বল আগেও ফিরতে পারতেন সাকিব।
লিচের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তিনি। ডানদিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টাতেও ক্যাচ নিতে পারেননি লিচ। নিজের খেলা ২২তম ডেলিভারিতে জীবন পেলেও শেষ পর্যন্ত সাকিবকে থামতে হয়েছে ২৪ বলে ১২ রানে। এই ইনিংস খেলতে গিয়ে একটি চারও মেরেছেন বাঁহাতি এই ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়