শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানসিটির টানা তৃতীয় জয়, বার্সেলোনা জিতলো ৭-০ গোলে, আর্সেনালের ড্র

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটিকে থামানো যাচ্ছে। অপ্রতিরোধ্য গতিতে তারা এগিয়ে চলেছে। আবারো গোলবন্যা হয়েছে তাদের খেলায়। লা লিগায় বার্সেলোনার ম্যাচেও গোলবন্যা হয়েছে। আর্লিং হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। তবে ব্রাইটনের সঙ্গে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। ম্যাচ ড্র ১-১ গোলে। রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এখানে হ্যাটট্রিক করেছেন রাফিনহা। বিলবাওকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সিরি আয় লাৎসিওর বিপক্ষে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে এসি মিলান। 

মৌসুমের তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় হ্যাটট্রিক ম্যানসিটির আর্লিং হালান্ডের। প্রিমিয়ার লিগ ইতিহাসে হ্যারি কেইনের পর দ্বিতীয়বারের মতো এই কীর্তি শুধু নরওয়েজিয়ান তারকার। ম্যান সিটি জার্সিতে ১০২ ম্যাচে তার গোল সংখ্যা ৯৭টি, যেখানে হ্যাটট্রিক ১১টি। 

ঘরের মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম যেন দিকহারা নাবিক। গেল ম্যাচে ইপসউইচের মতো এদিনও প্রথম বল জালে জড়ান হালান্ড। দ্বিতীয় সুযোগে বার্নার্দো সিলভার পাস পূর্ণতা দেন। তবে ভাগ্যের জোরে ম্যাচে ফিরে ওয়েস্ট হ্যাম। জ্যারড বোয়েনের বাড়ান ক্রস রুবেন দিয়াসের পায়ে লাগলে, গোল পায় হ্যামাররা। তবে লিড নিতে সময় নেয়নি ম্যান সিটি। প্রথমার্ধেই আরও একবার হালান্ড শো। আর দ্বিতীয়ার্ধে প্রিমিয়ার লিগে নিজের অষ্টম হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। টপকেছেন ওয়েন রুনিকে। আর সাবেক সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ১২ হ্যাটট্রিক নিয়ে সবার উপরে। তবে লিগে হালান্ড খেলেছেন মাত্র ৬৯ ম্যাচ।  মৌসুমে তিন ম্যাচে ৭ গোল গোলমেশিনের। 

অন্যদিকে লা লিগায় গোলবন্যার উৎসব করেছে বার্সেলোনা। এখানেও আছেন একজন হ্যাটট্রিকম্যান। রাফিনহার জাদুতে উড়ে গেছে রিয়াল ভায়াদোলিদ।

অলিম্পিক স্টেডিয়ামে যেন ম্যাচের হাইলাইটস উপভোগ করেছেন সমর্থকরা। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ ব্লগরানা। যার শুরু রাফিনহাকে দিয়ে। একে একে বল জালে জড়ান রবার্ট লেভানদোভস্কি ও জুলস কুন্দে।

দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। ব্রাজিলিয়ান তারকার প্রথম ম্যাজিক ফিগার। শেষদিকে জয়ের আনন্দ বড় করেন দানি ওলমো ও ফেরান তোরেস। গোল না করলেও ম্যাচ জুড়ে দারুণ খেলেছেন লামিন ইয়ামাল। অবদান রেখেছেন দু’গোলে। আসরে প্রথম চার ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে হ্যান্সি ফ্লিকের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়