শিরোনাম
◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী ◈ কুমিল্লার বড় ধর্মপুর যেন মাদকের স্বর্গরাজ্য

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪২ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি হলো পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামের স্বত্ত্ব

স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! নামটা এরপর থেকে আর হয়তো এভাবে শুনতে পাবেন না। আগামী পাঁচ বছর লাহোরের এই স্টেডিয়ামের নামের সঙ্গে জড়িয়ে যেতে পারে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম। কারণ, পাকিস্তানের বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে গেছে! দামটাও অনেক – পাকিস্তানি রুপিতে ১০০ কোটি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৪২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের খবর, গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্বটা বিক্রি করা হয়েছে পাঞ্জাবভিত্তিক একটা ব্যাংকের কাছে।


পাকিস্তানে স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব বিক্রি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২২ সালে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্বও পাঁচ বছরের জন্য বিক্রি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তখন এর বিনিময়ে তারা পেয়েছিল ৪৫ কোটি রূপি! এবার গাদ্দাফি স্টেডিয়ামের স্বত্ত্ব বিক্রি হলো তার আড়াই গুণ বেশি দামে।


মূলত টাকার জন্যই এভাবে গাদ্দাফি স্টেডিয়ামের নামকরণ স্বত্ত্ব বিক্রি কেন করছে পাকিস্তান?  পাকিস্তানের এই অর্থের দরকার পড়ছে, কারণ তারা আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের সংস্কারে কোটি কোটি রূপি খরচ করছে। এই খরচের কিছু অংশই মেটানো হচ্ছে নামকরণের স্বত্ত্ব বিক্রি করে।

নামকরণের স্বত্ত্ব বিক্রি করায় এখন গাদ্দাফি স্টেডিয়ামের নামের সঙ্গে পাঞ্জাবভিত্তিক ওই ব্যাংকের নাম জড়িয়ে যাবে বলে ধরে নেওয়া যায়। এর আগে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের নামকরণের স্বত্ত্ব পাকিস্তান বোর্ড বিক্রি করেছিল সে দেশের ন্যাশনাল ব্যাংকের কাছে। এরপর থেকে স্টেডিয়ামটির নাম হয়ে যায় ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়