শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে টেস্টে প্রথমবারের মতো হারাতে রাওয়ালপিন্ডিতে ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন মুশফিকুর রহিম।


বুধবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের হালনাগাদের তালিকায় ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ৭ ধাপ উপরে ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও এই অবস্থানে ছিলেন তিনি। এই মিডল-অর্ডার ব্যাটার ছাড়াও দুই ধাপ এগিয়ে ২৭তম অবস্থানে আছেন লিটন। - অলআউট স্পোর্টস


মুশফিকের ৩৪১ বলের ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০ উইকেটের জয় পায় নাজমুল হোসেন শান্তর দল।


এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাবর আজম র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নেমে গেছেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক করেন ২২ রান। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে আছেন তিনি।


এছাড়া টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনটি অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৫৯। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে তার সতীর্থ ড্যারিল মিচেল আছেন তিন নম্বরে।
অন্যদিকে বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়ে হাসান মাহমুদ আছেন ৭৪ নম্বরে। রাওয়ালপিন্ডি টেস্টে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। ৩ উইকেট নেওয়া আরেক পেসার শরিফুল ইসলাম ৯ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।


দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখা মেহেদী হাসান মিরাজেরও উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে তিনি আছেন এখন ২৩ নম্বরে। আর প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৭ রান করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিয়ের দশম স্থানে আছেন তিনি। এই তালিকার তিন নম্বরে আছেন সাকিব আল হাসান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়