শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের উপরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছিলো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে মিশন শুরু করেছিল টাইগাররা। ওই ম্যাচ দিয়ে  অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও নেতৃত্ব শুরু হয়েছিল। তবে এতদিন সেই একটাই সুখস্মৃতি ছিল বাংলাদেশের সামনে। 

এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও তিনটি ম্যাচ খেলে শান্তর দল। তবে সবগুলোতে জয়হীন ছিল টাইগাররা। অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ। তাও পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারায় বাংলাদেশ। এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে টাইগাররা। দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। পাকিস্তান সিরিজের আগে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ছিল একেবারেই তলানির দিকে। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। 

এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় শান্তদের একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়