শিরোনাম

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৪, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে স্বর্ণ জিতে ৪০ বছর পর মায়ের ব্যর্থতা ঘোচালেন ম্যাকিনটোশ

স্পোর্টস ডেস্ক: কানাডার ১৭ বছর বয়সী জিল হার্সটেড ১৯৮৪ সালে অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়েছিলেন। ওই সময়ে নবম হয়ে আসর শেষ করতে হয়েছিলো তাকে। 

৪০ বছর পর অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেন হার্সটেডের মেয়ে সামার ম্যাকিনটোশ। মায়ের মতো ব্যর্থতার স্বাদ নিতে হয়নি তাকে।
প্যারিস অলিম্পিকে নারীদের সাঁতারে ইভেন্টে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে রেকর্ড বইয়ে নাম তুলেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। ১৭ বছর বয়সে মা না পারলেও, মেয়ে সাফল্যের স্বাদ নিয়েছেন।

২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন ১৭ বছর বয়সী ম্যাকিনটোশ। এই ইভেন্টে ২ মিনিট ০৩.৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ এবং ব্রোঞ্জ জিতেন চীনের ঝ্যাং ইউফেই। ঝ্যাং সময় নিয়েছেন ২ মিনিট ০৫.০৯ সেকেন্ড।

সোনা জয়ের পর দৌড়ে গিয়ে মা’কে জড়িয়ে ধরেন ম্যাকিনটোশ। পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে ম্যাকিনটশ বলেন, ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জিততে পারা আমার জন্য দারুণ এক অর্জন। 

এই ইভেন্টে আমার মাও অংশ নিয়েছিলো। তার সাথে আনন্দের মুহূর্তটা ভাগাভাগি করে নিয়েছি। আমি জানি, আমরা পরিবারের বাকি সদস্যদের মত তিনিও আমাকে নিয়ে গর্বিত। চ্যানেল২৪

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়