শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে আজ ২৩টি সোনার লড়াই

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকের অষ্টম দিন আজ ২৩টি সোনার নিষ্পত্তি হবে। আজকের খেলা শুরু হবে ট্রাম্পোলিন জিমন্যাস্টিকস দিয়ে। এই ক্যাটাগরিতে মেয়েদের খেলাটা হবে বিকাল ৫টা ৫০ মিনিটে।
 
ট্রাম্পোলিন জিমন্যাস্টিকস পুরুষদের খেলা শেষ হলে শুরু হবে মেয়েদের শুটিংয়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস। দুপুর দেড়টায় এই খেলা হবে। ডাইভিংয়ে আজ একটি সোনার নিষ্পত্তি হবে। পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড হবে বেলা ৩টা।
 
রোইংয়ে আজ ৪টি স্বর্ণপদক জয়ের লড়াই শুরু হবে। প্রথমে পুরুষ দলগত খেলা হবে বেলা ২টা ৪২ মিনিটে। মেয়েদের বেলা ২টা ৫৪ মিনিটে, পুরুষ ডাবল স্কালস ৩টা ৬ মিনিটে ও মেয়েদের ডাবল স্কালস ৩টা ১৮ মিনিটে। ইকুয়েস্ট্রিয়ানে জাম্পিং দলীয় ফাইনাল সন্ধ্যা ৬টায়। সেইলিংয়ে মেয়েদের উইন্ডসার্ফিং ৬টা ৩ মিনিটে ও পুরুষ উইন্ডসার্ফিং ৬টা ২৩ মিনিটে।
 
ব্যাডমিন্টন মিশ্র দ্বৈত ফাইনাল ৭টায় ও আরচারি মিশ্র দলীয় ফাইনাল রাত ৮টা ৪৩ মিনিটে অনুষ্ঠিত হবে। জুডোতে মেয়েদের ৭৮ কেজি ফাইনাল ৯টায় ও পুরুষ ১০০ কেজি সাড়ে ৯টায়।
 
টেনিসে মিশ্র দ্বৈত ফাইনাল ১১টা ও ফেন্সিংয়ে পুরুষ ইপেই দলীয় ফাইনালস সাড়ে ১১টায় হবে।
 
সাঁতারে গতকাল বৃহস্পতিবার ছিল ৪টি সোনার লড়াই। আজ আছে ৩টি। প্রথমে পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল সাড়ে ১২টায়। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক ১২টা ৩৬ মিনিটে ও পুরুষ ২০০ মিটার ব্যক্তিগত মেডলি, রাত ১২টা ৪৩ মিনিটে হবে।
 
অ্যাথলেটিকসে আজ একটি সোনার লড়াই হবে। পুরুষ ১০ হাজার মিটার ১টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়