শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনের কাছে হেরেও ব্রাজিল তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস ডেস্ক: ভাগ্য মন্দ ব্রাজিল নারী ফুটবল দলের। প্যারিস অলিম্পিক ফুটবলে দুর্দান্ত খেলেও হেরে গেছে। দলের তুখোর ফুটবলার মার্তা লালকার্ড পাওয়ার পরই অনেকটা খেই হারিয়ে ফেলে ব্রাজিল দল। এরপরই ব্রাজিল স্পেনের কাছে ২-০ গোলে হেরেছে। ফলে কোয়ার্টারের স্বপ্ন ফিকে হয়ে এসেছিল ব্রাজিলের মেয়েদের। ফ্রান্সের বোর্দোয় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হারার পর কান্নায় ভেঙ্গে পড়েন মার্তা। তবে শেষ পর্যন্ত তার দল কোয়ার্টারের টিকিট পায়।

ম্যাচটিতে ফেবারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। তবে প্রথমার্ধেই পরিণত হয় ১০ জনের দলে। বক্সের বাইরে নিচু হয়ে হেড করেছিলেন স্পেনের ওলগা কার্মোনা। বল ক্লিয়ারের চেষ্টায় তার মাথার ওপর দিয়ে বিপজ্জনকভাবে পা নিয়ে যান ব্রাজিলের মার্তা। আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন স্প্যানিশ ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে মার্তাকে লাল কার্ড দেখান রেফারি। ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত বদলাল না। 

তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে স্পেন ও ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে জাপান উঠেছে কোয়ার্টার-ফাইনালে। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হওয়া ব্রাজিলও পেয়েছে টিকিট। দুই তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ আটে ওঠে তারা। তবে শেষ আটে উঠলেও লাল কার্ডের জন্য খেলতে পারবেন না মার্তা।

ছেলে ও মেয়েদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের (১৭) রেকর্ডধারী তারকা মার্তা’র হাতে এখনও অলিম্পিক স্বর্ণপদক ওঠেনি। ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে রূপা জিতেছিলেন তিনি, দু’বারই ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছিল ব্রাজিল। এই বছরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইচ্ছার কথা গত এপ্রিলেই জানান ব্রাজিলের রেকর্ড স্কোরার ৩৮ বছর বয়সী মার্তা। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়