শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ মে, ২০২৪, ০২:৩০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৪, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল করেও ইন্টার মায়ামিকে জেতাতে পারেননি লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি গোল করেছেন আর দল জেতেনি, এমন ম্যাচ খুব বেশি নেই বললেই চলে। এবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে সেটি আর হয়নি। বৃহস্পতিবার (৩০ মে) সকালে আটলান্টার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি।

আগের ম্যাচে বিশ্রামে থাকা মেসি, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ ফেরেন মায়ামির একাদশে। ম্যাচের চতুর্থ মিনিটে মেসির হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর প্রথমার্ধের শেষ লবজানিদসের গোলে এগিয়ে যায় আটালান্টা। মাঝমাঠ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান জর্জিয়ান উইঙ্গার।

বিরতির পর দাপট অব্যাহত রাখে আটলান্টা। ম্যাচের ৫৯তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন লবজানিদস। বক্সের বাইরে থেকে বাঁকানো শট গোলকিপারকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শঙ্কা জাগে মায়ামির। তবে মেসির কল্যানে কিছুটা স্বস্তি মেলে স্বাগতিক সমর্থকদের।

ম্যাচের ৬২তম মিনিটে সার্জিও বুসকেটসের বাড়ানো বলে ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে চোখ ধাঁধানো শটে বল জালে জড়ান এলএমটেন। এমএলএসের চলতি মৌসুমে এটি মেসির ১১তম গোল। এরপর ব্যবধান কমিয়ে আক্রমনের ধার বাড়ায় মায়ামি। -যমুনা

মায়ামির ম্যাচে ফেরার আশা ভেস্তে দিয়ে ৭৩তম মিনিটে আটলান্টার ব্যবধান ৩-১ করেন থিয়ারে। এই ম্যাচে সবটুকু আলো কেড়ে নিয়েছেন মেসির জাতীয় দলের সতীর্থ থিয়াগো আলমাদা। মেসির সঙ্গে ২০২২ বিশ্বকাপ খেল আলমাদা ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছেন মাঝমাঠ। বল ধরে আক্রমণে উঠে কাপিয়ে দিয়েছেন মায়ামির রক্ষণ। আটলান্টার তিনটি গোলেই অবদান ছিল ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইনের।

এই ম্যাচের হারের পরও এমএলএস ইস্টার্ন কনফারেন্সে প্রথম স্থান ধরে রেখেছে মায়ামি। ন্যাশভিলের কাছে ২-০ গোলে হেরে ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে দুইয়ে অবস্থান করেছে সিনসিনাটি।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়